২০ জুলাই সৌদি আরবে ঈদ

সৌদি আরবে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই। শুক্রবার রাতে দেশটির সুপ্রিম কোর্ট এ তথ্য দিয়েছে।

সৌদি গেজেট জানায়, শুক্রবার সন্ধ্যায় জিলহজ মাসের চাঁদ দেখা যায়নি। সে হিসেবে রবিবার হজ ও কোরবানির মাস শুরু হবে। আর দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে ২০ জুলাই।

সুপ্রিম কোর্ট জানায়, ১০ জুলাই হবে সৌদি আরবে জিলকদ মাসের শেষ দিন। সে অনুযায়ী ২০ জুলাই জিলহজ মাসের দশম দিন দেশটিতে ঈদুল আজহা উদ্‌যাপিত হবে। এর আগের দিন ১৯ জুলাই হবে আরাফাতের দিন।

ঈদুল আজহার পাশাপাশি জিলহজ মাসে পবিত্র হজ পালন করে থাকেন ইসলাম ধর্মাবলম্বীরা। তবে গত বছরের মতো এবারও করোনার কারণে শুধু সৌদি আরবের বাসিন্দারা হজে অংশ নিচ্ছেন।

বৃহস্পতিবার সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় জানায়, অনলাইনের মাধ্যমে ৬০ হাজার হজ প্রত্যাশীর নিবন্ধন সম্পন্ন হয়েছে। গত মাসের মাঝামাঝি অনলাইনে নিবন্ধনের জন্য বিশেষ একটি সাইট খুলে দেওয়া হয়। প্রথম চব্বিশ ঘণ্টার মাঝেই চার লাখের বেশি মানুষ আবেদন করেন।

Share this post

scroll to top