ময়মনসিংহে আরও ১৫৪জন করোনায় আক্রান্ত

ময়মনসিংহে নতুন করে আরও ১৫৪ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে ভালুকার একজন মারা গেছেন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৯জনে দাঁড়ালো।

সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৩৭৬টি নমুনা পরীক্ষার মধ্যে র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৫৪ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৩৩ জন  ও আরটিপিসিআর টেস্টে ১২১জন রয়েছেন।

শুক্রবার রাতে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ সদরেই ৫৭জন, নান্দাইলে ৭জন, ঈশ্বরগঞ্জে ৪জন, গৌরীপুরে ২জন, ফুলপুরে ২জন, তারাকান্দায় ১জন, হালুয়াঘাটে ২জন, মুক্তাগাছায় ৩৪জন, ত্রিশালে ৭জন, ভালুকায় ৩৭জন ও গফরগাঁওয়ে ১জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট ৯৫৯১জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৯৯ জন।

Share this post

scroll to top