আইফোন ১৩ ডিজাইন ফাঁস

মার্কিন প্রযুক্তি জায়ান্ট অ্যাপলের আইফোনের নতুন সিরিজে বড় কোনো পরিবর্তন আসেনি। এতে এ-১৫ চিপ ও ফাইভজি মডেম ছাড়া প্রত্যাশিত কিছুই থাকছে না। নতুন আইফোনের ডিজাইন ফাঁস হওয়ার পর জানা গেছে, এতে উল্লেখযোগ্য কোনো পরিবর্তন আসেনি। অথচ চলতি বছরের শুরু থেকেই অ্যাপল বড় পরিবর্তনের কথা বলে আসছিল। একই সঙ্গে বলা হয়েছে, ক্যামেরা ও ব্যাটারির পরিবর্তনের পাশাপাশি নতুন ডিসপ্লে এবং এ-১৫ চিপ ও ফাইভ-জি মডেম থাকবে। কিন্তু নতুন সিরিজে থাকছে কেবল এ-১৫ বায়োনেট চিপসেট ও ফাইভ-জি। বিশেষজ্ঞরা বলেন, আইফোন ১৩ সিরিজে সন্তুষ্ট না হলে ব্যবহারকারীর জন্য কেবল একটি পথই খোলা রয়েছে। সেটি হলো আইফোন ১৪ সিরিজের জন্য অপেক্ষা করা। তবে নতুন আইফোন সিরিজের ডিজাইন ফাঁসের ঘটনা এই প্রথম নয়।

Share this post

scroll to top