ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৪ জনের মৃত্যু হয়েছে। শুক্রবার (৯জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, ময়মনসিংহ জেলা ও জেলার বাইরের ভর্তিকৃত রোগীদের মধ্যে মৃত এই ১৪জনের মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৮ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্ট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান জানান, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের মফিজুর (৬৫), শহীদুল (৪৫), ঈশ্বরগঞ্জের মোজাম্মেল হক (৬০), গফরগাঁওয়ের সিরাজুল ইসলাম (৮০), নেত্রকোনার সাহেরা (৭০) ও পূর্বধলার আব্দুল মতিন (৬৮)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের আব্দুল জলিল (৬০), মোখলেছুর (৬৫), মীর জান (৮০), ভালুকার আলি নেওয়াজ (৫৫), গফরগাঁয়ের কুলসুম (৫৫), শেরপুরের আব্দুস সামাদ (৬৫), ঝিনাইগাতীর জয়তিয়া রানী (৪০) এবং টাঙ্গাইলের আব্দুল জলিল (৫৬)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২৪৪জন। এই মুহুর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ৩৮৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০জন।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় ৬৬৯টি নমুনা পরীক্ষার মধ্যে র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৮৭ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১১৭ জন ও আরটিপিসিআর টেস্টে ৭০জন রয়েছেন। পরীক্ষা বিবেচনায় শনাক্তের হার ২৭.৯৫ শতাংশ।
বৃহস্পতিবার রাতে ময়মনসিংহ সিভিল সার্জন অফিসের সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী ময়মনসিংহ সদরেই ১০০জন, নান্দাইলে ১৭জন, ঈশ্বরগঞ্জে ৫জন, গৌরীপুরে ৮জন, ফুলপুরে ৩জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ১জন, মুক্তাগাছায় ১৪জন, ফুলবাড়িয়ায় ১৪জন, ত্রিশালে ১৩জন, ভালুকায় ৪জন ও গফরগাঁওয়ে ৬জনের করোনা শনাক্ত হয়েছে।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে জেলার ১০৪ জন এবং বিভিন্ন উপজেলা হাসপতালে ১৩ জন রোগি ভর্তি আছেন। এ পর্যন্ত জেলায় মোট ৯৪৩৭জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৯৮ জন।