জামালপুরে করোনা প্রতিরোধে গণটিকা দেওয়া শুরু করেছে জেলা স্বাস্থ্য বিভাগ।
বৃহস্পতিবার (৮ জুলাই) সকাল থেকে শেখ হাসিনা মেডিকেল কলেজে ভেরোসেন সিনোফার্মার টিকা প্রথম ডোজ দেওয়া শুরু করেছে। এই গণটিকা ৩৫৩ জনের দেহে দিতে সক্ষম হয়েছে জেলা স্বাস্থ্য বিভাগ। দ্বিতীয় ডোজ দেওয়া হবে একমাস পর।
এ সময় উপস্থিত ছিলেন ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান, সদর উপজেলার স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. উত্তম কুমার সরকার, সাংবাদিকসহ আরও অনেকে।
জেলা স্বাস্থ্য বিভাগের ডেপুটি সিভিল সার্জন ডা. কেএম শফিকুজ্জামান জানান, গণটিকা দেওয়া চলমান থাকবে। এছাড়াও সব ঠিকঠাক থাকলে আগামী রবিবার ভোরে জামালপুরে ৩৫ হাজার ২০০ ভেরোসেল সিনোফার্মার টিকা এসে পৌঁছালেই সোমবার সকাল থেকে একযোগে উপজেলাগুলোতে গণটিকা দেওয়া শুরু হবে।