ময়মনসিংহে কর্মহীনদের মাঝে দু’দিনের খাদ্য বিতরণ করেছে জেলা পুলিশ

‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’ এ প্রতিপাদ্য নিয়ে ময়মনসিংহ জেলা পুলিশ দুঃস্থ ও কর্মহীনদের মাঝে দু’দিনের খাদ্য সামগ্রী বিতরণ কার্যক্রম শুরু করেছে।

বৃহস্পতিবার নগরীর মহারাজা রোডের মুকুল নিকেতন উচ্চ বিদ্যালয়ে দ্বিতীয় দিনের মত এই আহার বিক্রি করে জেলা পুলিশ। অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) এদিন প্রতীকি মুল্যে খাদ্যসামগ্রী বিতরণ করেন। এর আগে বুধবার টাউনহল মোড় সংলগ্ন পুলিশ অফিসার্স ক্লাব মাঠে আনুষ্ঠানিকভাবে খাদ্যসামগ্রী বিতরণ করেন ময়মনসিংহের মানবিক পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

বৃহস্পতিবার খাদ্যসামগ্রী বিতরণের সময় অতিরিক্ত পুলিশ সুপার খন্দকার ফজলে রাব্বী বলেন, বুধবার হকার ও অসহায় মানুষদের মাঝে প্রতিকী মুল্যে খাদ্য সামগ্রী দেয়া হয়েছে। বৃহস্পতিবার নরসুন্দুরদের (নাপিত) মাঝে খাদ্য সামগ্রী দেয়া হয়। এ সময় তিনি আরো বলেন, যারা লকডাউনের কারণে তাদের পেশা হারিয়ে বেকার এবং কর্মহীন হয়ে পড়েছে আমরা খুঁজে খুঁজে তাদের মাঝে প্রতিকীমুল্যে খাদ্যসামগ্রী পৌঁছে দিচ্ছি।

তিনি আরো বলেন, একটি পরিবারের দু’দিন চলবে সেই পরিমান খাদ্যপন্য দেওয়া হচ্ছে। বিতরনকৃত খাদ্যপন্যের মধ্যে ছিল, পাচ কেজি চাউল, এক কেজিডাল, আধা লিটার সয়াবিন তৈল, আধা কেজি লবন, আলু দুই কেজি, পরিমানমত মশলা, পেয়াজ, রসুন ও কাচামরিচ ।

এ সময় অতিরিক্ত পুলিশসুপার (অপরাধ) আবু রায়হান, ফাল্গুনী নন্দী, হাফিজুর রহমান, আলাউদ্দিন, কোতোয়ালী মডেল থানার ওসি ফিরোজ তালুকদার, ডিবির ওসি শাহ কামাল আকন্দ, ট্রাফিক পুলিশ পরিদর্শক (প্রশাসন) সৈয়দ মাহবুবুর রহমানসহ অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

Police

উল্লেখ্য, ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান বিগত রমযানে মাসব্যাপী দুস্থ মানুষের মধ্যে ২টাকায় ইফতার সামগ্রী বিতরণ করে খ্যাতি অর্জন করেছেন।

Share this post

scroll to top