লক্ষীপুরে ৩৩৩ ফোন করে খাদ্য সহায়তা পেলেন ৮ জন

চলমান কঠোর লকডাউনের মধ্যে দিন মজুর, অসহায় দুস্থ পরিবারের ৮ জন জাতীয় তথ্য ও সেবা নম্বর ৩৩৩ ফোন করে প্রধানমন্ত্রীর উপহার খাদ্য সহায়তা পেলেন।
আজ ৮ জুলাই (বৃহস্পতিবার) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে এবং জেলা প্রশাসনের সহযোগীতায় উপজেলা পরিষদ প্রাঙ্গণে তাদের খাদ্য সহায়তা প্রদান করা হয়।

সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুম এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক মো: আনোয়ার হোছাইন আকন্দ। বিশেষ অতিথি ছিলেন পুলিশ সুপার ড. এ. এইচ এম কামরুজ্জামান, সিভিল সার্জন ডা: আবদুল গফফার, অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ সফিউজ্জামান ভৃঁইয়া, সহকারী কমিশনার (ভূমি) মামুনুর রশিদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোশারফ হোসেন প্রমুখ।

উপকরণের মধ্যে প্রত্যেককে ১০ কেজী করে চাউল, আটা ২ কেজী,তেল ১ কেজী,ডাল ১ কেজী, চিনি ১ কেজী, লুডুস ১ প্যাকেট, লবন ১ কেজী বিতরন করা হয়।

Share this post

scroll to top