কোপা আমেরিকা: ফাইনালে ব্রাজিলের দুশ্চিন্তা যা নিয়ে

প্রত্যাশা মতোই এবারের কোপা আমেরিকার ফাইনালে উঠেছে ব্রাজিল। সেমিফাইনালে পেরুকে ১-০ গোলে হারিয়েছে তারা তারা। ম্যাচে একমাত্র গোলটি করেন লুকাস পাকেতা। এই লুকাস পাকেতাই কোয়ার্টার ফাইনালে গোল করে জিতিয়েছিলেন ব্রাজিলকে।

সেমিফাইনালে পেরুর বিরুদ্ধে ফেভারিট হিসেবেই মাঠে নামে ব্রাজিল। খেলার গতিপ্রকৃতিতেই দুই দলের মানের পার্থক্য ছিল স্পষ্ট। নেইমার, রিচার্লিসন, পাকেতাদের আক্রমণাত্মক ফুটবলের সামনে অসহায় লাগছিল পেরুকে। কিন্তু এত কিছু করেও গোল মাত্র একটাই।

এনন ঘটনার পেছনে প্রথম কারণ পেরুর গোলকিপারের লড়াই, আরও এক কারণ ব্রাজিলিয়ানদের গোলের সুযোগ নষ্ট করা। সেইমিফাইনালের ওই ম্যাচে পেরুর গোলকিপার পেদ্রো অন্তত দুইটি নিশ্চিত গোল বাঁচিয়ে দেন। অবশেষে ৩৫ মিনিটে গোল আসে। গোলদাতা পাকেতা হলেও আসল কারিগর সেই নেইমার জুনিয়র। একাই পেরু রক্ষণকে কাটিয়ে পাকেতাকে বল সাজিয়ে দেন তিনি। এরপর আর কোনও ভুল করেননি পাকেতা।
ফাইনালে ওঠায় পৃথিবী জুড়ে ব্রাজিল সমর্থকরা খুশি হলেও চিন্তা রয়ে যাচ্ছে ব্রাজিল দলের ফিনিশিং নিয়ে। ইতোমধ্যে দ্বিতীয় সেমিফাইনালে কলম্বিয়াকে হারিয়ে ফাইনালে লিওনেল মেসির আর্জেন্টিনা। তাদের বিরুদ্ধে জিততে হলে এমন গোলের সুযোগ নষ্ট করলে চলবে না, তা ভাল করেই জানেন ব্রাজিলের কোচ তিতে।

Share this post

scroll to top