ময়মনসিংহে এ যাবত কালের মধ্যে সর্বোচ্চ সংখ্যক করোনা রোগী শনাক্ত হয়েছে। গত ২৪ ঘন্টায় নতুন করে ২৩৬ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন আরও দুইজন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৬জনে দাঁড়ালো।
সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২৩৬ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১৫২ জন ও আরটিপিসিআর টেস্টে ৮৪জন রয়েছেন।
এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরেই ১২৪জন, নান্দাইলে ১৪জন, ঈশ্বরগঞ্জে ৬জন, গৌরীপুরে ৭জন, ফুলপুরে ৫জন, তারাকান্দায় ৭জন, হালুয়াঘাটে ৪জন, ধোবাউড়ায় ১জন, মুক্তাগাছায় ২১জন, ফুলবাড়িয়ায় ৩জন, ত্রিশালে ৭জন, ভালুকায় ১৯জন ও গফরগাঁওয়ে ১৮জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ৯২৫০জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৯৬ জন।