ময়মনসিংহ জেলা প্রশাসনের উদ্যোগে অনলাইনে পশু কেনা বেচার জন্য qurbanihatmym. com নামীয় একটি ওয়েব পোর্টালের উদ্ধোধন করলেও ওয়েবসাইটটির মালিকানা নিয়ে প্রশ্ন উঠেছে। যেখানে ফ্রি থিম, একবছরের জন্য ডোমেইন নাম রেজিস্ট্রেশন ও হোস্টিং বাবদ বেশি হলে দুইহাজার টাকা খরচ হয়েছে। সেখানে সাইটি তৈরি বাবদ কতো টাকা বিল করা হয়েছে তা নিশ্চিত না হলেও ওয়েবসাইট ডেভলাপার আইটি প্রতিষ্টানটি জানায়, এমন ওয়েবসাইট করার ক্ষেত্রে ৪০ থেকে ৬০ হাজার টাকা খরচ হয়।
জানায়ায়, গত ৬জুলাই ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হকের সভাপতিত্বে www.qurbanihatmym.com এর শুভ উদ্ধোধন করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস। ওয়েবসাইটটির তথ্য বিশ্লেষণ করে দেখা যায় www.qurbanihatmym.com ডোমেইনটি namecheap.com থেকে কেনা হয় গত ২৯জুন ২০২১ ইং তারিখ বিকাল ৩টা ২৯ মিনিটে। ডোমেইনটি ক্রয় করার সময় ডোমেইনের মালিকানা গোপন করা হয়। যাতে দেখা যায় ডোমেইনটির মালিক হচ্ছেন আইসল্যান্ড এর এক ব্যক্তি। যার ঠিকানা হচ্ছে Kalkofnsvegur 2, Reykjavik, Capital Region, 101, IS । প্রাইভেসি প্রোটেক্ট করে রাখায় সেই ব্যক্তির নাম দেখা যায়নি whois আইডেন্টিতে।
www.qurbanihatmym.com ওয়েবসাইটি ভিজিট করে দেখা যায় এই ওয়েবসাইটির ডেভলাপার হিসেবে কাজ করেছে আনন্দ সফট বিডি নামের একটি প্রতিষ্ঠান। আনন্দ মাল্টিমিডিয়ার মতো নামটি শুনা গেলেও এই প্রতিষ্ঠানের সাথে আনন্দ মাল্টিমিডিয়ার কোন সম্পর্ক নাই বলে জানা গেছে।
আইটি বিশেষজ্ঞদের সাথে কথা বলে জানা যায়, www.qurbanihatmym.com ওয়েবসাইটটি তৈরিতে ওয়ার্ডপ্রেস সিএমএস এর একদম ফ্রি একটি রেডিমেট ডিজাইন থিম দিয়ে তৈরি করা হয়েছে। নেয়া হয়েছে সাধারণ হোস্টিং। সাইটটটি রান করার পর সাইটির স্পীড কম বলেও অভিযোগ করছেন অনেকে।
আইটি বিশষজ্ঞদের মতে, এমন ফ্রি থিম ব্যবহার করার ফলে www.qurbanihatmym.com সাইটটিতে যেকোন সময় সমস্যা হতে পারে। যেমন ওয়ার্ডপ্রেস ৪৫ দিন পর পর একটা আপডেট রিলিজ করে। কয়েকটা সাধারণ আপডেট এর পরে মেজর কোন আপডেট রিলিজ হয় । সেই আপডেট এর সাথে সামজন্স্য রাখতে প্লাগিন ক্রিয়েটরা তাদের প্লাগিনও আপডেট করে। প্রিমিয়াম থিমগুলোও আপডেট হয়। ফ্রি থিমগুলো খুব কমই আপডেট হয়। লাইসেন্স ছাড়া ফ্রি থিম গুলো আপডেট হয় না। আর থিম / প্লাগিন / কোর ওয়ারডপ্রেস আপডেটেড না হলে সাইট হ্যাক হওয়ার ঝুঁকি বেড়ে যায়। এছাড়া লাইসেন্স ছাড়া অর্থাৎ ফ্রি থিম ব্যাবহার করলে থিম ওথার সাইট ওউনারকে কপিরাইট ক্লেইম করতে পারে। কপিরাইট ক্লেইম করলে সাইট মালিককে বড় অঙ্কের জরিমানা গুনতে হতে পারে।
তবে এমন একটি গুরুত্বপূর্ণ সরকারি কাজে কেন নিম্নমানের কাজ করা হচ্ছে তা নিয়ে ইতোমধ্যে কানােঘোষা শুরু হয়েছে। তাছাড়া জেলা প্রশাসন এই সাইটের মালিকানা বহন না করায় যেকোন সময় সাইটটি যার নামে রেজিস্ট্রেশন করা হয়েছে সেই ব্যক্তি ছিনিয়ে নিতে পারেন। যার ফলে কোরবানী ঈদকে সামনে রেখে জেলা প্রশাসনও বেকায়দায় পড়তে পারে।
সাইটটিতে ফ্রি ডিজাইন সরবরাহ করে বিল ভাউচারের কথা জানতে চাইলে আনন্দসফটবিডি আইটি প্রতিষ্ঠানের কর্ণধার মুখলেসুর রহমান মামুন বলেন, এধরণের ওয়েব সাইট তৈরি করতে ৪০-৬০ হাজার টাকা খরচ হয়। তবে আমরা জেলা প্রশাসনকে এটা ফ্রি করে দিয়েছি। আর এই ওয়েবসাইটের মালিক জেলা প্রশাসন।
এব্যাপারে জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক মিটিংয়ে ব্যস্ত থাকায় মোবাইলে বক্তব্য নেয়া সম্ভব হয়নি।