স্টাফ রিপোর্টার : নতুন প্রজন্মকে কর্মক্ষেত্রে বিচরণের ক্ষেত্রে পড়াশুনার পাশাপাশি খেলাধূলায় মনযোগী হতে উপদেশ দিয়েছেন ময়মনসিংহের জেলা প্রশাসক ড.সুভাষ চন্দ্র বিশ্বাস। প্রাথমিক স্তরের শিক্ষার্থীদের উদ্দেশ্যে আরো বলেন, প্রাথমিক পর্যায় থেকেই প্রত্যেকটি শিশুকে পড়াশুনায় মনযোগী করে গড়ে তুলতে শিক্ষক ও অভিবাবকদের উচিত শিশু কিশোরদের খেলাধূলায় উৎসাহী করা। এতে প্রতিটি শিশুর মেধা মননে পরিপূর্ণ বিকাশ পাবে।
সোমবার ময়মনসিংহ জেলা স্কুল হোষ্টেল মাঠে ময়মনসিংহ জেলার সরকারী প্রাথমিক বিদ্যালয়ের আন্ত:বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন কালে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মোফাজ্জল হোসেনের সভাপতিত্বে আরো উপস্থিত ছিলেন সহকারী জেলা শিক্ষা অফিসার হারুন অর রশিদ, সদর উপজেলার প্রাথমিক শিক্ষা অফিসার আবদুল্লাহ আল বাকীসহ জেলার ১৩টি উপজেলার শিক্ষা অফিসার। অনুষ্ঠান শেষে বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার বিভিন্ন ইভেন্টে অংশ নেয়া শতাধিক বিজয়ীর মাঝে পুরস্কার বিতরন করা হয়।