ময়মনসিংহে শতাধিক পরিবারের মাঝে দুই দিনের খাবার তুলে দিল মানবিক পুলিশ

ময়মনসিংহ জেলা পুলিশের উদ্যোগে দুস্থ ও কর্মহীন মানুষের মাঝে দুই দিনের খাদ্যপণ্য তুলে দেন পুলিশ সুপার মোহাম্মদ আহমার উজ্জামান।

‘সবার রান্নাঘরে ভাতের গন্ধ ছুটুক’- এই স্লোগানে বুধবার সকালে জেলা পুলিশ ক্লাবে ১৫০টি দরিদ্র পরিবারের মাঝে নামমাত্র ১০ টাকায় বাজার বিতরণ করা হয়।

পুলিশের নিজেদের বেতনের টাকায় এসব বাজারের মধ্যে প্রথ্যেখ পরিবার পাঁচ কেজি চাল, ডাল, তেল, লবণসহ খাদ্যসামগ্রী পেয়েছে।

এ সময় আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার ফজলে রাব্বী, মো. হাফিজ, কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ফিরোজ তালুকদার, জেলা গোয়েন্দা শাখার ওসি শাহ কামাল আকন্দসহ অন্যান্য কর্মকর্তা-কর্মচারীরা।

Sp Mymensingh 2

Share this post

scroll to top