লক্ষীপুরে কঠোর লকডাউন ৭ম দিনে ৫০ জনকে ৩৭ হাজার ৮০০ শত টাকা জরিমানা

লক্ষীপুর জেলাসহ সারাদেশে চলছে কঠোর লকডাউন কিন্তু সরকারের নির্দেশনা অমান্য করে রাস্তায় ঘোরাফেরা ও স্বাস্থ্যবিধি না মানায় বুধবার সকাল থেকে সন্ধা পর্যন্ত জেলায় ভ্রাম্যমান আদালত ১৫ টি পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৯ টি মামলায় ৫০ জনকে ৩৭ হাজার ৮০০ শত টাকা জরিমানা আদায় করে।

এ দিকে অন্য দিনের মতো ৭ম দিনে সড়কে মানুষের উপস্থিতি বেড়েছে। এ দিকে জেলায় করোনা সংক্রমণ বেড়েই চলছে।

তবে স্থানীয়দের অভিযোগ প্রধান সড়কে মানুষ কম বের হলেও পাড়া মহল্লায় এখনো স্বাস্থ্য বিধি না মেনে কিছু মানুষ রাস্তায়, দোকান পাটে অবস্থান করছে। মূল সড়কে পাশাপাশি পাড়া মহল্লায়, গ্রাম-গঞ্জে অভিযান চালানোর দাবী

জেলা প্রশাসক কার্যালয় সূত্রে জানা যায়, সরকারের নির্দেশনা অমান্য করে রাস্তায় ঘোরাফেরা, দোকান খোলা, সড়কে যানবাহন পরিচালনা করায় এবং সরকারের নির্দেশনা অমান্য করায় ১৫ জন নির্বাহী ম্যাজিষ্ট্রেট লক্ষীপুর শহরসহ জেলার বিভিন্ন স্থানে পৃথক পৃথক অভিযান চালিয়ে ৪৯ টি মামলা দায়ের করে। এ সময় ৩৭ হাজার ৮০০ শত টাকা জরিমানা আদায় করা হয়।

লক্ষীপুর জেলা প্রশাসক মাঃ আনোয়ার হোছাইন আকন্দ বলেন, লকডাউনের শুরু থেকে মানুষকে ঘরে রাখতে এবং স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে আমরা ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছি।

জনগণকে সচেতন করতে জেলা প্রশাসনের পক্ষ থেকে মাস্ক বিতরণ, মাইকিংসহ নানা ধরনের সচেতনতামূলক কার্যক্রম চালু রয়েছে। করোনা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানান জেলা প্রশাসক।

Share this post

scroll to top