লক্ষীপুর জেলা যুবলীগের সাবেক যুগ্ন- আহবায়ক বায়োজিদ ভূইয়ার ব্যাক্তিগত উদ্যোগে ল²ীপুরে করোনা আক্রান্ত ব্যাক্তিদের অক্সিজেনের জন্য অক্সিজেন ব্যাংক চালু করেছেন।
৪ টি অক্সিজেন সিলিডার দিয়ে এই কার্যক্রম তিনি শুরু করেন। আজ সকালে ২ জন করোনা রোগিকে সেবা দিয়ে এই অক্সিজেন কার্যক্র শুরু করেন। তার টিমে কাজ করছেন যুবলীগের ১০ জন নেতাকর্মী।
অক্সিজেন ব্যাংকের জন্য তিনি একটি হট লাইন চালু করেন হটলাইন ২৪ ঘন্টা সার্ভস দেওয়া হবে। হটলাইন নাম্বার হলো ০১৩০০-০৩৭২০৪।
এই সেবা দেওয়ার জন্য তিনি রায়পুর উপজেলায় মাইকিং করেন। যাতে যে কোন করোবা রুগী অক্সিজেনের অভাবে মারা না যান।
জেলা যুবলীগের সাবেক যুগ্ন আহবায়ক বায়োজিদ ভূইয়া জানান আমি করোনার সময় ত্রান বিতরণ করে করোনা আক্রান্ত হয়েছি। আমি জানি একজন করোনা রোগী জন্য অক্সিজেন কতটা জরুরী। আমি অক্সিজেন ব্যাংকে আরো ৮ টি সিলিন্ডার যোগ হবে। লক্ষীপুর জেলার যে প্রান্ত থেকে ফোন দেওয়া হবে সেখানে পৌছে যাবে আমাদের অক্সিজেন সিলিন্ডার।