ময়মনসিংহ জেলা গোয়েন্দা শাখার বিচক্ষণতায় ৩ কেজি গাঁজাসহ আটক হয়েছে ২ মাদক ব্যবসায়ী।
মঙ্গলবার (৬ জুলাই) পুলিশ পরিদর্শক মো: শাহ কামাল আকন্দের নির্দেশে এসআই অজয় কুমার চক্রবর্তী সংগীয় অফিসার ফোর্সসহ ময়মনসিংহ কোতোয়ালী থানা এলাকায় মাদক উদ্ধার অভিযান পরিচালনা করে। এদিন ময়মনসিংহ সদরের রঘুরামপুর মাঝিপাড়া থেকে ০৩(তিন) কেজি গাঁজাসহ মাদক ব্যবসায়ী মো: রফিকুলইসলাম (৩৫) ও মোছাঃ সাহারা খাতুন (৩৮) কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামীদ্বয়কে বিজ্ঞ আদালতে সোর্পদ করা হয়েছে।