ময়মনসিংহে আরও ১৯৭ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন তিনজন। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯৪জনে দাঁড়ালো।
সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৯৭ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১১৭ জন ও আরটিপিসিআর টেস্টে ৮০জন রয়েছেন।
এদিকে জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরেই ১৩৫জন, নান্দাইলে ১৫জন, ঈশ্বরগঞ্জে ৭জন, গৌরীপুরে ১০জন, ফুলপুরে ১জন, তারাকান্দায় ১জন, হালুয়াঘাটে ১জন, মুক্তাগাছায় ৯জন, ফুলবাড়িয়ায় ৪জন, ত্রিশালে ৯জন, ভালুকায় ২জন ও গফরগাঁওয়ে ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ৯০১৪জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৯৪ জন।