ময়মনসিংহে সেনাবাহিনীর টহল পরিদর্শন করলেন সেনাপ্রধান

সেনাবাহিনীর প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহম্মেদ ময়মনসিংহে সেনাবাহিনীর টহল কার্যক্রম পরিদর্শন করেছেন। সেনাপ্রধান নিযুক্ত হওয়ার পর ময়মনসিংহে এটাই সেনাপ্রধানের প্রথম সফর। মঙ্গলবার দুপুরে নগরীর টাউনহল মোড়ে করোনা সংক্রমন প্রতিরোধে স্থানীয় প্রশাসন ও আইনশৃংখলা বাহিনীর সহায়তায় নিয়োজিত আর্মি ট্রেনিং এন্ড ডকট্রিন কমান্ড (আর্টডক) এর সেনাসদস্যদের টহল পরিদর্শন ও কুশল বিনিময় করেন।

সেনাপ্রধান ময়মনসিংহের বিভাগীয় কমিশনার মো. শফিকুর রেজা বিশ্বাস, ডিআইজি ব্যারিস্ট্রার হারুন অর রশিদ, বিজিবির সেক্টর কমান্ডার কর্ণেল মো. মাহমুদুর রহমান, জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক, পুলিশ সুপার মোহা. আহমার উজ্জামান ও র‌্যাবের অধিনায়ক লে. কর্ণেল আবু নাঈম মো. তালাতের সাথে মতবিনিময় করেন। তিনি করোনা পরিস্থিতির খোঁজখবর নেন এবং কোভিড-১৯ মহামারী মোকাবেলায় প্রশাসন ও আইন শৃংখলা বাহিনীর ভূমিকায় সন্তোষ প্রকাশ করেন। সেনাপ্রধান আশাবাদ ব্যক্ত করে বলেন, সেনাবাহিনী সবসময় জনগণের পাশে থাকবে এবং প্রধানমন্ত্রীর নির্দেশনায় করোনা মোকাবেলায় সম্মিলিতভাবে কাজ করে যাবে।

এ সময় আর্টডকের জিওসি লেফটেনেন্ট জেনারেল এস এম মতিউর রহমান, ঘাটাইল সেনানিবাসের জিওসি মেজর জেনারেল সৈয়দ তারেক হোসেন ও ময়মনসিংহ স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান উপস্থিত ছিলেন।

এর আগে সেনাপ্রধান সকাল পৌণে দশটায় হেলিকপ্টার যোগে ময়মনসিংহ সেনানিবাসে অবতরণ করেন। সেনাবাহিনীর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় যে, করোনা মোকাবেলায় টহল পরিচালনার পাশাপাশি সেনাবাহিনী করোনায় ক্ষতিগ্রস্ত দুঃস্থ পরিবারের মাঝে নিজস্ব তহবিল থেকে খাদ্য সামগ্রী বিতরণ ও বিভিন্ন এলাকায় অস্থায়ী মেডিক্রাল ক্যাম্প স্থাপনের মাধ্যমে চিকিৎসাসেবা প্রদান করছে। ##

Share this post

scroll to top