জিম্বাবুয়ের বিপক্ষে একমাত্র টেস্ট ম্যাচ শুরু হবে বুধবার থেকে। প্রায় ৮ বছর পর জিম্বাবুয়ে সফর করছে লাল সবুজের প্রতিনিধিরা। একমাত্র টেস্ট শুরু হওয়ার আগে বাংলাদেশ-জিম্বাবুয়ে টেস্ট পরিসংখ্যানে চোখ বুলানো যাক,
১ – বাংলাদেশের টেস্ট ইতিহাসে প্রথম জয়টি আসে জিম্বাবুয়ে বিপক্ষে। চট্টগ্রামে ২২৬ রানের বড় জয় নিয়ে মাঠ ছেড়েছিল বাংলাদেশ।
২- একমাত্র দেশ জিম্বাবুয়ে; যাদের বিপক্ষে বাংলাদেশের কোনো ব্যাটসম্যান ২টি ডাবল সেঞ্চুরি করেছেন। দুটিই মুশফিকুর রহিমের।
৭- এখন পর্যন্ত ৯ সিরিজে ১৭ ম্যাচে মুখোমুখি হয় দল। দুই দলেরই জয় সমান ৭টি করে ম্যাচে। এই ম্যাচে যে দল জিতবে তার সামনে এগিয়ে যাওয়ার সুযোগ।
৮- এক ইনিংসে সর্বোচ্চ ৮ উইকেট শিকার করেন তাইজুল ইসলাম। ২০১৪ সালে মাত্র৩৯ রান দিয়ে তিনি এই উইকেটগুলো নেন।
১০- এই নিয়ে জিম্বাবুয়ের বিপক্ষে দশম সিরিজের মুখোমুখি হতে যাচ্ছে বাংলাদেশ। এর আগের ৯ সিরিজে সর্বোচ্চ চা বার জিতেছে জিম্বাবুয়ে; আর ৩বার বাংলাদেশ। এবার জিততে পারলে জিম্বাবুয়েকে স্পর্শ করা যাবে।
৪১- সর্বোচ্চ ৪১ উইকেট নিয়েছেন স্পিনার তাইজুল ইসলাম। ৬ ম্যাচ খেলে তিনি এই উইকেটগুলো শিকার করেন।
১০৭- জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বনিম্ন দলীয় স্কোর ১০৭ রান। ২০০১ সালে নিজেদের মাটিতে সর্বনিম্ন রানের লজ্জায় পড়ে লাল সবুজের প্রতিনিধিরা।
২১৯- জিম্বাবুয়ের বিপক্ষে সর্বোচ্চ ব্যক্তিগত ইনিংস ২১৯। ২০১৮ সালে এটি করেন মুশফিকুর রহিম।
৫৬০- জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশের সর্বোচ্চ দলীয় স্কোর ৫৬০। ২০২০ সালে ঘরের মাঠে মুশফিকের ডাবল ও মুমিনুলের সেঞ্চুরিতে এই রান করে বাংলাদেশ।
৮৪৬- জিম্বাবুয়ের বিপক্ষে ৯ ম্যাচে ১৭ ইনিংসে সর্বোচ্চ রান মুশফিকুর রহিমের।