ভারতের বন্দরে ২ হাজার কোটি টাকার হেরোইন, অতঃপর…

ভারতের মুম্বাইয়ের জওহরলাল নেহরু সমুদ্রবন্দর থেকে ২ হাজার কোটি টাকার হেরোইন জব্দ করেছে রাজস্ব দপ্তরের কর্মকর্তারা। উদ্ধার হওয়ার হেরোইনের ওজন ৩৮৩ কেজি। এ ঘটনায় তিনজনকে গ্রেফতার করা হয়েছে।

সমুদ্রপথে আসা বিপুল পরিমাণ হেরোইন সড়কপথে পাঞ্জাবে পাঠানোর পরিকল্পনা ছিল। গত বছর আগস্ট মাসে জওহরলাল নেহরু বন্দরে ১৯১ কেজি হেরোইন বাজেয়াপ্ত করা হয়েছিল।

আনন্দবাজারের প্রতিবেদনে দাবি করা হয়েছে, জলপথে ইরান থেকে মুম্বাইয়ে পাচার করা হয়েছিল এ হেরোইন।

রাজস্ব দপ্তর জানিয়েছে, সাম্প্রতিক সময় এত বেশি পরিমাণে মাদক উদ্ধার হয়নি ভারতে। উদ্ধার হওয়ার হেরোইনের ওজন ৩৮৩ কেজি। আন্তর্জাতিক বাজারে এর মূল্য প্রায় ২ হাজার কোটি টাকা।

এই মাদক পাচারের সঙ্গে জড়িত থাকায় তিন জনকে গ্রেফতার করেছে পুলিশ। তার মধ্যে দু’জন মধ্যপ্রদেশ ও একজন পাঞ্জাবের বাসিন্দা।

এর আগে গত ২৮ জুন দিল্লি বিমানবন্দরে দক্ষিণ আফ্রিকার দুই নাগরিকের কাছ থেকে ১২৬ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত করেন শুল্ক দপ্তর। গত ৬ মাসে দিল্লি বিমানবন্দর থেকে মোট ৬০০ কোটি টাকার হেরোইন বাজেয়াপ্ত হয়েছে।

Share this post

scroll to top