ময়মনসিংহে আরও ১৬৯ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন দুইজন। মৃতদের মধ্যে একজন এসকে হাসপাতাল আরেকজন মুক্তাগাছা উপজেলার। এনিয়ে জেলায় করোনা শনাক্ত হওয়ার পর মৃতের সংখ্যা বৃদ্ধি পেয়ে ৯১জনে দাঁড়ালো।
সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ১৬৯ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১১০ জন ও আরটিপিসিআর টেস্টে ৫৯ জন রয়েছেন।
এদিকে ময়মনসিংহ জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরেই ৯৮জন, নান্দাইলে ৯জন, ঈশ্বরগঞ্জে ৯জন, গৌরীপুরে ৫জন, ফুলপুরে ২জন, তারাকান্দায় ২জন, হালুয়াঘাটে ২জন, মুক্তাগাছায় ১৭জন, ফুলবাড়িয়ায় ৮জন, ত্রিশালে ৯জন, ভালুকায় ৯জন ও গফরগাঁওয়ে ৩জনের করোনা শনাক্ত হয়েছে।
এ পর্যন্ত জেলায় মোট ৮৮১৭জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৯১ জন।