ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আইসিইউ ও সাধারণ বেড সংকটের খবর সংবাদ মাধ্যমে প্রকাশ হওয়ার পর শয্যা বাড়ানো হয়েছে। ইতোমধ্যে করোনা ইউনিটে আরও ৮৬টি সাধারণ বেড ও ৯টি আইডিসইউ বেড বাড়িয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এর মধ্যে নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) নয়টি শয্যা বাড়ানো হয়েছে। এ নিয়ে আইসিইউতে শয্যা সংখ্যা দাঁড়ালো ২২টি। এদিকে নতুন ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সাধারণ ওয়ার্ডের রোগীদের পুরনো ভবনে স্থানান্তর করা হয়েছে।
সোমবার (৫ জুলাই) বিষয়টি নিশ্চিত করে হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান জানান, গত এক সপ্তাহ ধরে প্রতিদিন করোনা ও উপসর্গ নিয়ে রোগী ভর্তি হচ্ছে। ২১০ শয্যার করোনা ইউনিটে রোগীর চাপ সামলানো কঠিন হয়ে পড়ায় হাসপাতালের পরিচালক, সিনিয়র চিকিৎসক ও কর্মকর্তাদের সাথে পরামর্শ করে শয্যা সংখ্যা বাড়ানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এরই প্রেক্ষিতে নতুন ভবনের তৃতীয় ও চতুর্থ তলার সাধারণ ওয়ার্ডের রোগীদের পুরনো ভবনে স্থানান্তর করে করোনা ইউনিটের শয্যা বাড়ানো হয়। হাসপাতালটিতে বর্তমানে করোনা ও উপসর্গ নিয়ে ২৯৬ জন রোগী ভর্তি আছেন