ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১৫ জনের মৃত্যু হয়েছে। সোমবার (৫জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত এই ১৫জনের মধ্যে মধ্যে ৬ জন করোনা আক্রান্ত হয়ে এবং ৯ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্নট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান বলেন, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহ সদরের কৃষ্টপুর এলাকার ফিরোজা খাতুন (৮০) ও সদরের রাবেয়া খাতুন (৭৪), মুক্তাগাছার বিমল কান্তি (৬২), নেত্রকোনার কমলাকান্দার আব্দুল করিম (১০১) ও সাতপাইয়ের দিদারুল ইসলাম এবং টাংগাইলের ধনবাড়ী এলকার রোকেয়া (৪৫)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে সন্দেহজনক যারা মারা গেছেন তারা হলেন- ময়মনসিংহের ফুলবাড়িয়ার কান্দানিয়ার সুমাইয়া (১৯), গৌরীপুরের শেখ সাদী (৫৫), ময়মনসিংহ সদরের ঝুনু বেগম (৬০), মোশররফ (৫৫), শম্ভুগঞ্জ এলাকার শেফালী (৩০), শেরপুর সদরের গোপাল পাল (৩২), ধনবাড়ী টাঙ্গাইলের রাবেয়া (৭০), সুনামগঞ্জের ধর্মপাশার আলেয়া খাতুন (৬৫), জামালপুর সদরের মোহাম্মদ আলি (৫৫)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, হাসপাতালে করোনায় নতুন করে আক্রান্ত হয়েছে ২২৫জন,। এই মুহুর্তে করোনা ইউনিটে মোট রোগী ভর্তি আছেন ২৯৬ জন, আইসিইউতে ভর্তি আছেন ২০জন।
এদিকে সিভিল সার্জন অফিস সূত্রে জানা যায়, জেলায় নতুন করে করোনা শনাক্ত হয়েছে ২১০ জনের। গত ২৪ ঘন্টায় র্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ২১০ জন। যাদের মধ্যে র্যাপিড এন্টিজেন টেস্টে ১১২ জন ও আরটিপিসিআর টেস্টে ৯৮ জন রয়েছেন।
গত শনিবার সকাল ৮ টা থেকে রবিবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ জেলার সর্বশেষ করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানা যায়, ময়মনসিংহ সদরেই ১২২জন, নান্দাইলে ৪জন, ঈশ্বরগঞ্জে ১২জন, গৌরীপুরে ৫জন, ফুলপুরে ৭জন, তারাকান্দায় ৩জন, হালুয়াঘাটে ২জন, মুক্তাগাছায় ১০জন, ফুলবাড়িয়ায় ৪জন, ত্রিশালে ৯জন, ভালুকায় ২১জন ও গফরগাঁওয়ে ১১জনের করোনা শনাক্ত হয়েছে। এছাড়া মারা গেছেন ফুলবাড়িয়ার একজন।
এ পর্যন্ত ময়মনসিংহ জেলায় মোট ৮৬৪৮জনের করোনা শনাক্ত হয়েছে ও মারা গেছেন ৮৯ জন।