ময়মনসিংহে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ান (র্যাব) সদস্যরা নিজেদের রেশনের টাকায় অসহায় ও কর্মহীন পরিবারে মধ্যে খাদ্যদ্রব্য বিতরণ করা হয়েছে। রবিবার দুপুর ১২টা থেকে শহরের বিভিন্ন স্থানে ঘুরে লকডাউনে কর্মহীন প্রান্তিক অর্ধশতাধিক পরিবারের মধ্যে এসব খাদ্যপণ্য বিতরণ করেন র্যাব-১৪ অধিনায়ক আবু তালাত মো. নাঈম। এ সময় র্যাব-১৪-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিতরণকৃত খাদ্যদ্রব্যের মধ্যে মুরগী, চাল, ডাল, পেয়াজ, তেল বেগুন ও আলু ছিল।
র্যাব অধিনায়ক বলেন, লকডাউন আরো তিনদিন চলবে। লকডাউন কার্যকরে কঠোর হওয়ার পাশাপাশি মানুষের মানবিক বিষয়টিও অগ্রাধিকার দেয়া হয়েছে। সেই মানবিক দায়িত্ববোধ থেকেই আগামী তিনদিনের জন্য কর্মহীন প্রান্তিক মানুষের জন্য মানবিক উদ্যোগ নেয়া হয়েছে।