ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে একসঙ্গে চার সন্তানের জন্ম দিয়েছেন কিশোরগঞ্জের এক মা। তার নাম পিংকি আক্তার।
শনিবার (৩ জুলাই) দুপুর আড়াইটার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের গাইনি বিভাগে সিজারের মাধ্যমে চার সন্তান জন্ম দেন তিনি। তাদের মধ্যে তিনটি ছেলে ও একটি মেয়ে। সন্তানদের পিতা সিরাজুল ইসলাম জানান, গত বৃহস্পতিবার তার স্ত্রীকে ঢামেক হাসপাতাল ভর্তি করা হয়।
সিরাজুল ও পিংকি দম্পতির বাড়ি কিশোরগঞ্জের তাড়াইল উপজেলার ঘোষপাড়া গ্রামে। মাহিন নামে ৪ বছরের একটি ছেলে সন্তান রয়েছে তাদের।
শিশুদের বাবা সিরাজুল ইসলাম বাড্ডা এলাকায় ইউনিলিভার কোম্পানিতে সেলসম্যানের চাকরি করেন। থাকেন বাড্ডার সাতারকুল এলাকায়। প্রথম সন্তানকে নিয়ে স্ত্রী থাকেন গ্রামের বাড়িতে। গর্বিত এই পিতা বলেন, ‘তিন মাস আগে স্ত্রীকে ঢাকায় এনে আমার কাছে রেখেছি। পরে বৃহস্পতিবার হাসপাতালে ভর্তি করালে শনিবার একসঙ্গে চার বাচ্চার জন্ম হয়।’
হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল নাজমুল হক বলেন, ‘বাচ্চাদের মা সুস্থ আছেন। চারটি শিশু সাত মাসে জন্ম নেওয়ায় কিছুটা সমস্যা রয়েছে। তাদের ওজনও তুলনামূলক কম। একজনের ওজন এক কেজি তিনশ’ গ্রাম, বাকি তিন জনের ওজন ৯৫০ গ্রাম করে। তাই তাদের আইসিইউর প্রয়োজন হয়।’
ঢামেকের পরিচালক আরও বলেন, ‘আমাদের এখানে তৎক্ষণিক আইসিইউ খালি না থাকায় শিশুদেরকে প্রথমে বাইরের একটি বেসরকারি হাসপাতালে রাখতে হয়েছে। আজ (রবিবার) বেড খালি হওয়ার পর তাদেরকে ঢাকা মেডিক্যালের নবজাতক ইউনিটের আইসিইউতে স্থানান্তরিত করা হয়েছে। বর্তমানে তারা নবজাতক ইউনিটে চিকিৎসাধীন রয়েছে। এখানে তাদের প্রয়োজনীয় পরীক্ষা-নিরীক্ষা করা হচ্ছে।’