ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে আরও ১১ জনের মৃত্যু হয়েছে। রবিবার (৪জুলাই) সকালে হাসপাতাল সূত্রে জানা যায়, মৃত এই ১১জনের মধ্যে মধ্যে ছয় জন করোনা আক্রান্ত হয়ে এবং ৫ জন করোনা উপসর্গে চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ইউনিটের কনসালটেন্নট ও করোনা ইউনিটের ফোকাল পার্সন ডা: মো: মহিউদ্দিন খান বলেন, করোনা পজেটিভ হয়ে যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের সালেহিন আহমেদ সাদেক (৩৫) ও এলাচি বেগম (৭০), ঈশ্বরগঞ্জের সরবিন্দু (৭২) ও বানু চন্দ্র দাস (৫৬), মুক্তাগাছার নারায়ণ পাল (৭৫) এবং টাঙ্গাইলের শফিপুরের শামসুল হক (৭০)।
এছাড়া করোনা উপসর্গ নিয়ে করোনা ওয়ার্ডে সন্দেহজনক যারা মারা গেছেন তারা হলেন-ময়মনসিংহ সদরের খাতেমুন্নেসা (৯৬), ত্রিশালের রাশিদা (৬০), গাজীপুরের শ্রীপুরের হেলাল(৪০) ও সমুতি পাল (৩৫) এবং জামালপুর সদরের আব্দুর রসিদ (৬৫)।
ডা: মো: মহিউদ্দিন খান আরও জানান, এই মুহুর্তে করোনা ইউনিটে রোগী ভর্তি আছেন ২৭২জন।