ময়মনসিংহে করোনা শনাক্ত ও মৃত্যুর ঊর্ধ্বগতির মধ্যেই ভয়াবহ সংকটের তথ্য পাওয়া গেছে। ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে করোনা ইউনিটের আইসিইউ বেড রোগীর চাপে ইতোমধ্যে শেষ হয়ে গেছে। এমনকি একটি সাধারণ বেডও খালি নেই হাসপাতালটিতে। এদিকে অনেক করোনা রোগীর অবস্থা সংকটাপন্ন হলেও আইসিইউ সংকটের কারণে সঠিক চিকিৎসা দিতে পারছেনা চিকিৎসকরা। করোনা ইউনিটে আইসিইউ সংকটের পাশাপাশি রোগীর চাপ সামলাতে চিকিৎসক সংকট চলছে বলেও জানিয়েছেন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের উপ পরিচালক জাকিউল ইসলাম।
এদিকে যে হারে ময়মনসিংহে করোনার শনাক্ত বাড়ছে, তাতে করে সামনে করোনায় মৃত্যু আরও বাড়বে বলে ধারণা করছে চিকিৎসকরা। তাদের মতে, সামনে ভয়াবহ কিছু হতে যাচ্ছে। কারণ হিসেবে কয়েকজন চিকিৎসক জানান, সরকার ইতোমধ্যে কোভিড টেস্ট ফ্রি করে দেয়ায় শনাক্তের হার বাড়বে। ইদানিং, সবজায়গায় করোনার উপসর্গ নিয়ে অনেক রোগী চিকিৎসা নিতে যাচ্ছে। সেসবের মধ্যে অনেক দরিদ্র শ্রেণির লোকজন এতদিন করোনা টেস্ট করাতে না পারলেও এখন ফ্রি হওয়ায় টেস্টে চাপ পড়বে। এতেকরে বাড়বে করোনা শনাক্তের হার। গত এক সপ্তাহ যাবত যে হারে করোনা রোগী ভর্তি হচ্ছে তাতে করে অক্সিজেন সংকটেও পড়তে পাড়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতাল। কয়েকদিন আগেই ময়মনসিংহের সিভিল সার্জন ডাঃ মোহাম্মদ নজরুল ইসলাম এমন আশঙ্কার কথা জানিয়েছিলেন।
ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটের ফোকাল পারসন ডা: মহিউদ্দিন খান বলেন, প্রতিনিয়ত রোগীর চাপ বাড়ছে। বর্তমানে আইসিইউর ২২টি বেডের মধ্যে একটি বেডও খালি নেই। আসনের সবগুলোই রোগীতে পূর্ণ রয়েছে এবং সাধারণ ওয়ার্ডেও বেড খালি নেই। সাধারণ বেডে রোগী ভর্তি আছেন ২৫০ জন।
অক্সিজেনের চাহিদা দ্রুত বাড়ছে। কিন্তু ক্রমবর্ধমান চাহিদার সঙ্গে তাল মিলিয়ে উৎপাদন না বাড়ায় সামনের দিনগুলোতে সরবরাহ সংকট দেখা দেয়ার আশঙ্কা করছেন সংশ্লিষ্ট ব্যক্তিরা। বিকল্প প্রস্তুতি না নিলে অক্সিজেন সংকট তীব্র হয়ে উঠতে পারে বলে আশঙ্কা করা হচ্ছে।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসক, নার্স এবং ডেডিকেটেড ওয়ার্ডবয়, ক্লিনারের অপ্রতুলতা রয়েছে। গত কয়েকদিন ধরে রোগীর চাপে এখানকার প্রত্যেক চিকিৎসকের জীবন দুর্বিষহ হয়ে উঠেছে। অপরদিকে বিভাগের অন্যতম করোনা হাসপাতাল হিসেবে ময়মনসিংহ মেডিকেলে আরও আইসিইউ বেড বাড়ানো প্রয়োজন বলে মনে করছেন চিকিৎসকরা।