করোনায় ময়মনসিংহ ফায়ার সার্ভিস কর্মীর মৃত্যু

ময়মনসিংহ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স স্টেশনের দমকলকর্মী সালেহ আহমেদ (৪০) করোনায় আক্রান্ত হয়ে মারা গেছেন।

শনিবার (৩ জুলাই) দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। সালেহ আহমেদ নেত্রকোনার মদন উপজেলার মাঘান পূর্বপাড়া গ্রামের সন্তু মিয়ার ছেলে। মদন ফায়ার সার্ভিসের স্টেশন কর্মকর্তা আহমেদ কবির মৃত্যুর খবরটি নিশ্চিত করেছেন।

পারিবার সূত্রে জানা যায়, গত এক সপ্তাহে আগে সালেহ আহমেদ জ্বর নিয়ে গ্রামের বাড়িতে আসেন। কয়েক দিন পর সুস্থ হয়ে তিনি চাকরিতে যোগদান করেন। গত বুধবার দুপুরে আবারও জ্বর ও শ্বাসকষ্ট দেখা দিলে ওই দিন ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি হয়। পরে নমুনা পরীক্ষায় করোনা পজিটিভ হয়। শনিবার দুপুরে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।

Share this post

scroll to top