নেত্রকোনার কলমাকান্দা উপজেলায় বাড়ির সামনে জমিতে পাহাড়ি ঢলে জমা পানিতে ডুবে রবিউল নামের ১৮ মাস বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। শনিবার বিকেল ৩টার দিকে শিশুটিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত রবিউল উপজেলার কালহালা গ্রামের হৃদয় মিয়ার একমাত্র শিশু সন্তান।
নিহত শিশুর পরিবার সূত্রে জানা যায়, রবিউল তার বাবার সঙ্গে শুয়ে ছিল। এদিকে রান্নার কাজে ব্যস্ত ছিলেন শিশুটির মা। এ সময় সবার অজান্তে শিশুটি ঘর থেকে বের হয়ে যায়। অনেক খোঁজাখুজির পর শিশুটির চাচা মামুন বাড়ির সামনে জমিতে পাহাড়ি ঢলে জমানো পানিতে রবিউলকে ভাসতে দেখেন। পরে তাকে উদ্ধার করে হাসপাতালের নিয়ে আসে পরিবারের লোকজন।
তবে হাসপাতালে আনার পূর্বেই শিশুটি মৃত্য হয়েছে বলে নিশ্চিত করেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক একরামুল হক।
কলমাকান্দা থানার ওসি মোহাম্মদ আবদুল আহাদ খান জানান, ঘটনাস্থলে পুলিশের একটি দল গেছে। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকায় নিহতের সুরতহাল প্রতিবেদন শেষে মৃতদেহ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় অপমৃত্যুর মামলা হয়েছে বলে জানান তিনি।