চলে গেছে মার্কিন সেনারা, বাগরাম বিমানঘাঁটি এখন আফগান বাহিনীর নিয়ন্ত্রণে

যুক্তরাষ্ট্র প্রতিরক্ষা দফতরের কর্মকর্তা বলেছেন যে আফগানিস্তানে আমেরিকানদের প্রধান ঘাঁটি, বাগরাম বিমান ঘাঁটি থেকে যুক্তরাষ্ট্রের সেনারা চলে গেছে, ঘাঁটিটির নিয়ন্ত্রণের ভার দেয়া হয়েছে আফগান নিরাপত্তা বাহিনীর ওপর।

কাবুল থেকে ৬০ কিলোমিটার উত্তরে অবস্থিত এই ঘাঁটিটি, প্রায় দু দশক ধরে তালিবান যোদ্ধাদের ক্ষমতা থেকে অপসারণ এবং আল কায়দা সদস্যদের পরাস্ত করতে যুক্তৰাষ্ট্র্রের অভিযানের কেন্দ্রবিন্দু ছিল।

আফগান প্রতিরক্ষা দফতরের মুখপাত্র শুক্রবার, বাগরাম ঘাঁটি থেকে সকল সেনা প্রত্যাহারের কথা স্বীকার করেন। মুখপাত্র ফাওয়াদ আমান টুইটার মারফত জানান, গত রাতে বাগরাম বিমান ঘাঁটি থেকে সকল কোয়ালিশন ও যুক্তরাষ্ট্রের সেনা ঘাঁটি ত্যাগ করেছেন। তিনি জানান, আফগান জাতীয় নিরাপত্তা বাহিনী ঘাঁটিটি রক্ষা ও সন্ত্রাস দমনে ঘাঁটিটি ব্যবহার করবে।
সূত্র : ভোয়া

Share this post

scroll to top