ময়মনসিংহ শহরের বাইপাস মোড় দিয়ে ঢুকছে অহরহ মানুষ ও গাড়ি

অন্যান্য দিনের মতো শনিবার সকাল থেকেই ময়মনসিংহ শহরের বাইপাস মোড় দিয়ে শহরের ভেতরে প্রবেশ করেছে অটোরিক্সা, রিক্সা, ভ্যান, ফিকআপ  ও ট্রাক। ঢাকা থেকে ময়মনসিংহ শহরমুখী সাধারণ মানুষের চলাচল এবং যাতায়াতও ছিল বেশি। বাইপাস মোড়ে অটো রিক্সাতে অতিরিক্ত যাত্রী ছিল লক্ষনীয় মাত্রায়।

শনিবার সকালে সরেজমিনে গিয়ে দেখা যায়, বাইপাস মোড় দিয়ে যারা শহরে প্রবেশ করছে তাদের বেশিরভাগ মানুষই মাস্ক পরছেন না। বাইপাস মোড়ের ছোট ছোট দোকানপাট চালু ছিল। বাইপাস মোড়ে অতিরিক্তি যানবাহন চলাচলের কারণে যানযটেরও সৃষ্টি হয়েছিল।  তবে গত দুইদিনের চেয়ে আজ শনিবার খুবই ঢিলেঢালাভাবে পালিত হয়েছে কঠোর স্বাস্থ্য বিধি। এদিকে বাইপাস মোড় দিয়ে যাত্রী নিয়ে অনেক যানবাহন শতহর অতিক্রম করলেও শম্ভুগঞ্জ টোল বক্সে এসে নির্বাহী ম্যাজিস্ট্রেটের হাতে ধরা পড়ে।

শনিবার সকাল থেকে প্রশাসনের তৎপরতা দেখা গেলেও সাধারণ মানুষ তেমনভাবে গ্রহণ করেনি কঠোর নিষেধাজ্ঞা। মানুষের চলাচল একটু কম থ্কলেও অনেকেই জানিয়েছেন, ঘরে বসে থাকতে আর ভাল না লাগায় বের হয়েছে, কেউবা চিকিৎসার নাম করে বের হয়েছে। তবে অধিকাংশ মানুষেরই ছিল অজুহাত।

রিক্সা চালক হাসেম মিয়া বলেন, কয়দিন ঘরে বসে থাকব। মাস্ক কিনতেও টাকা লাগে। বাহিরে বের হয়ে কাজ না করলে সেগুলোও কিনব কেমনে।

তবে কঠোর স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে কিছু কিছু স্থানে আজও ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করছেন নির্বাহী ম্যাজিস্ট্রেটরা।

Share this post

scroll to top