ময়মনসিংহে আরও ৭২জনের করোনা শনাক্ত

ময়মনসিংহে আরও ৭২ জনের করোনা শনাক্ত হয়েছে এবং করোনা আক্রান্ত হয়ে মারা গেছেন একজন। মৃত ব্যক্তির বাড়ি ঈশ্বরগঞ্জ উপজেলায়।

সূত্রে জানা যায়, গত ২৪ ঘন্টায় র‌্যাপিড এন্টিজেন ও আরটিপিসিআর টেস্টে মোট পজেটিভ হয়েছেন ৭২ জন। যাদের মধ্যে র‌্যাপিড এন্টিজেন টেস্টে ৪ জন  ও আরটিপিসিআর টেস্টে  ৬৮ জন রয়েছেন।

এদিকে গত বৃহস্পতিবার সকাল ৮ টা থেকে শুক্রবার সকাল ৮টা পর্যন্ত ময়মনসিংহ জেলার করোনা টেস্টের প্রতিবেদন অনুযায়ী জানাযায়, ময়মনসিংহ সদরেই ৫৬জন, নান্দাইলে ২জন, ঈশ্বরগঞ্জে ১জন, গৌরীপুরে ৩জন, তারাকান্দায় ১জন, হালুয়াঘাটে ১জন, মুক্তাগাছায় ৪জন,  ফুলবাড়িয়ায় ১জন,  ত্রিশালে ২জন ও গফরগাঁওয়ে ১জনের করোনা শনাক্ত হয়েছে।

এ পর্যন্ত জেলায় মোট আক্রান্ত হয়েছে ৮২৫৪জন ও মারা গেছেন ৮৫ জন।

Share this post

scroll to top