বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ষষ্ঠ আসরের প্লে-অফের লড়াই হবে আজ। এলিমিনেটর ও প্রথম কোয়ালিফায়ার ম্যাচ দুটি অনুষ্ঠিত হবে প্রতিদিনের সময়েই। ভেন্যু মিরপুর শেরে বাংলা স্টেডিয়াম।
দুপুর দেড়টায় এলিমিনেটর ম্যাচে মুখোমুখি হবে চিটাগং ভাইকিংস ও ঢাকা ডায়নামাইটস। আর সন্ধ্যা সাড়ে ৬টায় প্রথম কোয়ালিফাইয়ার ম্যাচে মুখোমুখি হয়ে পয়েন্ট টেবিলের শীর্ষ দুই দল বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স ও কুমিল্লা ভিক্টোরিয়ান্স।
পয়েন্ট টেবিলের শীর্ষ তিনটি দল কুমিল্লা, রংপুর ও চিটাগং আগেই প্লে-অফে পৌঁছালেও চতুর্থ দল নির্ধারিত হয় শেষ মুহূর্তে। লিগ পর্বের শেষ ম্যাচে জিতে রাজশাহী কিংসকে রান রেটে পেছনে ফেলে প্লে-অফে উঠে ঢাকা ডায়নামাইটস।