ময়মনসিংহে করোনার বিস্তার রোধে লকডাউন অমান্যকারীদের বিরুদ্ধে মোবাইল কোর্ট পরিচালনার মাধ্যমে বৃহস্পতিবার ২৭৭টি মামলা হয়েছে। এসব মামলায় প্রায় আড়াই লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে। মোবাইল কোর্ট পরিচালনার দায়িত্বে নির্বাহী ম্যাজিস্ট্রেটদের সহযোগীতা করছে স্থানীয় সেনাবাহিনী, পুলিশ, র্যাব ও বিজিবি সদস্যরা।
বৃহস্পতিবার সকাল ৬টা থেকে ৭ জুলাই (বুধবার) মধ্যরাত পর্যন্ত সরকারের জারি করা বিধিনিষেধ কঠোরভাবে প্রতিপালনে মোবাইল কোর্ট (ভ্রাম্যমাণ আদালত) পরিচালনার জন্য বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তাদের নির্বাহী ম্যাজিস্ট্রেট হিসেবে নিয়োগ দেয়া হয়েছে। জেলাজুড়ে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটদের নেতৃত্বে ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে এ জরিমানা করা হয়।
জেলা প্রশাসন জানায়, লকডাউন বাস্তবায়নে জেলায় ৩৯ জন নির্বাহী ম্যাজিস্ট্রেট, সেনাবাহিনীর ১০টি, বিজিবির ৮টি ও র্যাব-পুলিশের ১৮টি টিম মাঠে কাজ করে। বৃহস্পতিবার সকাল ৬টা থেকে লকডাউন কার্যকর করতে চলে অভিযান।
ময়মনসিংহের অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আয়েশা হক বলেন, সরকারি নির্দেশনা মেনে সবাইকে ঘরে থাকতে হবে। লকডাউন বাস্তবায়নে একাধিক টিম মাঠে দায়িত্ব পালন করবে।