ঢাকা আন্তর্জাতিক বাণিজ্যমেলায় প্রতিবারের মতো এবারো অটিজম ও প্রতিবন্ধীদের জন্য বিনামূল্যে বিনোদনের সুযোগ করে দিয়েছে সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ড পার্ক। ইতোমধ্যে অটিজম শিশুদের সবগুলো রাইড বিনামূল্যে উপভোগ করার সুযোগ করে দিয়ে ব্যাপক সাড়া ফেলেছে এই পার্কটি। প্রতিদিনই অনেক অভিভাবক তাদের প্রতিবন্ধী শিশুদের মেলায় নিয়ে এসে বিনোদনের সুযোগ নিচ্ছেন।
ডা: সানজিদা ইসলাম নামের একজন অভিভাবক বলেন, ‘আমার একটি ছেলে আছে প্রতিবন্ধী। আমি মেলায় এলে ছেলেকে বাসায় রেখে আসতাম। কারণ ছেলের বিনোদনের কিছু ছিল না। কিন্তু সারিকা ফ্যান্টাসি ইমাজিং ওয়ার্ল্ডের এই আয়োজনের কারণে আমার ছেলেকে নিয়ে মেলায় এসেছি। অন্য শিশুদের সাথে আমার সন্তানও আনন্দের সুযোগ পাচ্ছে। এ জন্য আয়োজকদের ধন্যবাদ জানাচ্ছি। এই পার্কটির ভিন্নধর্মী আয়োজনে সহযোগিতা করছে গ্লেয়ার ইন্টারন্যাশনাল স্কুল, আদি বাংলা, এশিয়ান টেক্সটাইল। মেলা চলাকালীন অটিজম শিশুদের জন্য নানা উপহারের ব্যবস্থা করেছে এই প্রতিষ্ঠানগুলো। বিনামূল্যে অটিজম শিশুদের জন্য বিনোদনের ব্যবস্থা করায় রফতানি উন্নয়ন ব্যুরো দুইবার এই পার্কটিকে পুরস্কৃত করেছে।
বাণিজ্যমেলায় ২০১২ সাল থেকে প্রতি বছর এ ব্যবস্থা চালু রয়েছে। ভিন্নধর্মী এ আয়োজনের প্রেরণার বিষয়ে পার্কের প্রতিষ্ঠাতা মাহবুবুর রহমান পলাশ বলেন, আমার পার্কটিতে অটিজম বা প্রতিবন্ধী শিশুদের পাশাপাশি ছিন্নমূল শিশুদের জন্য বিনোদন ফ্রি। শিশুরা বিভিন্ন রাইডে উঠতে পেরে যে নিষ্পাপ হাসি দেয় তখন আমার প্রাণ ভরে যায়। এজন্যই আমার আয়োজন। যতদিন পারি আমি অটিজম ও প্রতিবন্ধীদের শিশুদের জন্য কাজ করে যাব।
তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা তনয়া বিশিষ্ট মনোবিজ্ঞানী সায়মা ওয়াজেদ পুতুল অটিজমদের নিয়ে নানা কাজ করায় আমাকেও উৎসাহিত করেছে। তার কাজের প্রেরণায় আমি কাজ চালিয়ে যাচ্ছি