সীতাকুণ্ডে সহকারী কমিশনার (ভূমি)’র বিরুদ্ধে সংবাদ সম্মেলন

চট্টগ্রামের সীতাকুণ্ডে দায়িত্বেরত সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম কর্তৃক বেআইনি ভাবে নামজারী কর্তনের আদেশ দেয়ায় তার বিরুদ্ধে সংবাদ সম্মেলন করা হয়েছে।

সীতাকুণ্ড প্রেস ক্লাবে বিকাল সাড়ে ৪টায় ভূক্তভোগী নুর সোলেমান ও জুনুগং উপজেলা সহকারী কমিশনার (ভূমি)’র বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন করে। লিখিত বক্তব্যে নুর সোলেমান বলেন, সহকারী কমিশনার রাশেদুল ইসলাম আমাদের কোন কথা না শুনে এবং আমাদের জায়গার মৌরশী ও খরিদা সম্পত্তির কোন কাগজপত্র না দেখে ৪০৮ শতকের আন্দর আমাদের ১৬৫ শতক সম্পত্তির নামজারী খতিয়ান থেকে আমাদের সম্পত্তি কর্তন করার আদেশ দেয়। অর্থাৎ বাদী নজরুলগং রেজাউল করিমগংদের পক্ষে নামজারী করার জন্য সুযোগ করে দেয়।

তাছাড়া বর্তমানে সম্পত্তি গুলো আমাদের দখলে আছে। তিনি আমাদেরকে চলতি বছরের ১৫জুন নোটিশ দিয়ে কোন ধরনের যুক্তিতর্কের সুযোগ দেয়নি। আমরা ২০২০ সালে নামজারী করার জন্য সার্ভেয়ার কামরুল তদন্ত রিপোর্টের ভিত্তিতে নামজারী হয়। কিন্তু দুঃখের বিষয় একই সার্ভেয়ার কামরুল আবার আমাদের বিরুদ্ধে অগোচরে রিপোর্ট দিয়ে সহকারী কমিশনার আজ আমাদেরকে পথে বসানোর জন্য চেষ্টায় লিপ্ত হন। তিনি আরো বলেন অভিযোগটি খতিয়ে দেখলে ভূমি কর্মকতার বিরুদ্ধে এমন ঘটনা একাধিক পাওয়া যাবেন।

এবিষয়ে সীতাকুণ্ডে দায়িত্বেরত সহকারী কমিশনার (ভূমি) রাশেদুল ইসলাম বলেন,সংবাদ সম্মলনে অভিযোগ সম্পূর্ণ মিথ্যা ও ভিত্তিহীন। বাদীদের বয়াদার রেকর্ড ভূক্ত মালিক এবং আমি নিজে সরেজমিনে গিয়ে তদন্ত করি। উপস্হিত ১০০/১৫০ লোক স্বাক্ষী দেয় সম্পত্তি গুলো বাদীদের দখলে।

Share this post

scroll to top