খেলতে নামেনি নারী ফুটবল লীগের দল কাচিঝুলি স্পোর্টিং ক্লাব

নাসরিন স্পোর্টস একাডেমি, বসুন্ধরা কিংসের পর আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাবের বিপক্ষেও মাঠে আসেনি নারী ফুটবল লীগের দল কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। তিন ম্যাচ না খেলায় দলটি এখন বড় শাস্তির মুখে।

গতকাল কমলাপুর বীরশ্রেষ্ঠ মোহাম্মদ মোস্তফা কামাল স্টেডিয়ামে বিকাল ৩টায় নির্ধারিত ছিল আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব ও ময়মনসিংহের কাচিঝুলি স্পোর্টিং ক্লাবের ম্যাচ। প্রতিপক্ষ না আসায় ওয়াকওভার পেয়েছে আতাউর রহমান ভূঁইয়া কলেজ স্পোর্টিং ক্লাব। নাসরিন স্পোর্টিং ক্লাব ও বসুন্ধরা কিংসের মতো আতাউর রহমান কলেজকেও ৩-০ গোলে বিজয়ী ঘোষণা করে আয়োজকরা। এর আগে নাসরিন স্পোর্টস একাডেমির বিপক্ষে ম্যাচের দিন খেলোয়াড়দের করোনাভাইরাস পরীক্ষার রিপোর্ট না থাকায় খেলতে পারেনি কাচিঝুলি স্পোর্টিং ক্লাব। পরের দুই ম্যাচে তারা মাঠেই আসেনি। এখন চরম শৃঙ্খলাভঙ্গের কারণে দলটির ভাগ্যে কী আছে তা ঠিক করবে বাফুফের ডিসিপ্লিনারি কমিটি।

এদিনে সকালে অনুষ্ঠিত ম্যাচে এএফসি ব্রাহ্মনবাড়িয়াকে ৬-০ গোলে হারিয়েছে বসুন্ধরা কিংস। ম্যাচে কিংস অধিনায়ক সাবিনা খাতুন ও সুলতানা একটি করে গোল করেন। জোড়া গোল করেন কৃষ্ণা রাণী সরকার ও সিরাত জাহান স্বপ্না।

Share this post

scroll to top