ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটে আরও ৪জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় একজন পজিটিভসহ চারজনের মৃত্যু হয়েছে। করোনা পজিটিভ মৃত ব্যক্তি হচ্ছেন ময়মনসিংহের গফরগাঁও উপজেলার বাসিন্দা। এছাড়া করোনার উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত ব্যক্তিদের দুইজন ময়মনসিংহের ও অপর একজন টাঙ্গাইলের বাসিন্দা।

হাসপাতালের করোনা বিষয়ক ফোকাল পারসন ডা. মহিউদ্দিন খান বিষয়টি নিশ্চিত করে জানান, করোনা ইউনিটে একজন পজিটিভসহ চার জন রোগী মারা গেছেন। এছাড়া বর্তমানে করোনা ইউনিটে ২০৯ রোগী ভর্তি আছেন। আইসিউতে চিকিৎসা নিচ্ছেন আরও ১৩ জন। গত ২৪ ঘণ্টায় নতুন করে ৩৭ জন ভর্তি হয়েছেন।

Share this post

scroll to top