ময়মনসিংহের গৌরীপুরে সড়ক দুর্ঘটনায় রিফাত (১৫) নামে এক ইটভাটা শ্রমিক নিহত হয়েছে। সোমবার (২৮ জুন) গৌরীপুর-শাহগঞ্জ সড়কে মিরিকপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রিফাত দাড়িয়াপুর গ্রামের মজনুর ছেলে।
প্রত্যক্ষদর্শীরা জানান, সাইকেলে বাড়ি থেকে গৌরীপুর যাওয়ার পথে বিপরীত দিক থেকে আসা সার বোঝাই একটি হ্যান্ডট্রলী রিফাতকে চাপা দিলে সে গুরুতর আহত হয়। পথচারীরা তাকে উদ্ধার করে দ্রুত গৌরীপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক রিফাতকে মৃত ঘোষণা করেন।
গৌরীপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খান আব্দুল হালিম সিদ্দিকী জানান, রিফাতকে চাপা দেয়া হ্যান্ডট্রলীটিকে আটক করা হয়েছে।