শ্রেষ্ঠ শুদ্ধাচার পুরস্কার পেলেন ময়মনসিংহের জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হক। সোমবার (২৮ জুন) সকালে ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে স্বীয় কর্মক্ষেত্রে অসামান্য অর্জনের স্বীকৃতি স্বরুপ শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ প্রদান করা হয়। জেলা প্রশাসক মোহাম্মদ এনামুল হককে ওই সম্মানসূচক ক্রেস্ট ও সনদ প্রদান করেন বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাস।
এ উপলক্ষে বিভাগীয় কমিশনার শফিকুর রেজা বিশ্বাসের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের অতিরিক্ত পরিচালক মোঃ আবদুল আলীম, অতিরিক্ত বিভাগীয় কমিশনার (সার্বিক/রাজস্ব) এসএএম রফিকুন্নবীসহ বিভাগীয় প্রশাসন ও জেলা প্রশাসনের অন্যান্য কর্মকর্তাবৃন্দ।
কর্ম দক্ষতা, সততা ও নিষ্ঠা, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের বিভিন্ন গুরুত্বপূর্ণ এজেন্ডা সফলভাবে বাস্তবায়নের স্বীকৃতিস্বরুপ শ্রেষ্ঠ জেলা প্রশাসক হিসেবে মোহাম্মদ এনামুল হককে শুদ্ধাচার পুরষ্কার ২০২০-২১ প্রদান করা হয়।
উল্লেখ্য, মোহাম্মদ এনামুল হক জেলা প্রশাসক হিসেবে এ জেলায় বিগত ২০২১ সালের ৭ ই মার্চ দায়িত্ব গ্রহণের পর থেকে জেলা প্রশাসনের স্বচ্ছতা ফিরিয়ে আনতে ব্যাপক ভূমিকা রাখছেন। এছাড়া তিনি সকলের সাথে সদাচরণ, বিভিন্ন কাজের স্বচ্ছতা ও প্রশাসন আঙ্গিনায় পরিস্কার পরিচ্ছন্ন পরিবেশ তৈরি করেছেন।