ময়মনসিংহে মেডিকেলের করোনা ইউনিটে আরও ৮জনের মৃত্যু

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘণ্টায় আরও আটজনের মৃত্যু হয়েছে।

হাসপাতালের মেডিসিন বিভাগের কনসালট্যান্ট ও কোভিড-১৯ ফোকাল পারসন ডা: মহিউদ্দিন খান মুন জানান, রোববার সকাল থেকে সোমবার সকাল পর্যন্ত তারা মারা যান।

তিনি বলেন, আটজনের তিনজন আইসিইউতে ছিলেন। আটজনের বয়স ৪৫ থেকে ৭৫ বছরের মধ্যে।

গত ২৪ ঘণ্টায় হাসপাতালে ৩১ জন কোভিড-১৯ রোগী ভর্তি করা হয়েছে জানিয়ে তিনি বলেন, এখন আইসিইউতে ১১ জনসহ মোট ১৯৩ জন চিকিৎসাধীন আছেন।

জেলার সিভিল সার্জন মোহাম্মদ নজরুল ইসলাম বলেন, রোববার জেলায় শনাক্তের হার ছিল ১৭ দশমিক ৮৬ শতাংশ। আগের দিন এই হার ছিল ২৭ দশমিক ৬২ শতাংশ।

এদিকে গত শনিবার সকাল ৮ থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত হাসপাতালটিতে মৃত্যু হয় ১০ জনের।

Share this post

scroll to top