ময়মনসিংহে গাঁজাসহ গ্রেপ্তার ১

ময়মনসিংহ সদরের শম্ভুগঞ্জ এলাকা থেকে গাঁজাসহ ০১জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র‌্যাব-১৪।

গত রোববার (২৭জুন) র‌্যাব-১৪ ময়মনসিংহের একটি আভিযানিক দল ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানাধীন শম্ভুগঞ্জ এলাকায়গোপন সংবাদের ভিত্তিতে মাদকবিরোধী অভিযান পরিচালনা করে। এসময় র‌্যাবের উপস্থিতি টের পেয়ে দৌড়ে পালানোর চেষ্টাকালে ব্রাহ্মণবাড়িয়ার বিহাইরপীরবাড়ি এলাকার  মোঃ আলমগীর হোসেন (২৪) কে গ্রেফতার করতে সক্ষম হয়। ধৃত আসামীর হেফাজতে থাকা প্লাস্টিকের বস্তা হতে কস্টেপ দ্বারা মোড়ানো অবস্থায় ০৬ টি বান্ডিলে মোট ২০কেজি ১০০ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।

ধৃত আসামীর বিরুদ্ধে ময়মনসিংহ জেলার কোতোয়ালী থানায় মামলা দায়ের করা হয়েছে।

Share this post

scroll to top