সীতাকুন্ডে স্বামীকে তালাক দেয়ায় ছুরিকাঘাতে স্ত্রী নিহত

চট্টগ্রামের সীতাকুন্ডে স্বামীর ছুরিকাঘাতে খুন হয়েছে স্ত্রী পিয়ারু বেগম(৩৫) নামের এক গৃহবধূ। রবিবার সকালে উপজেলার মুরাদপুর ইউনিয়নের উকিলপাড়া এলাকায় স্বামীর ঘরে ছুরিকাঘাত হলে তাকে গুরুতর আহত অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করানো হয় এবং সোমবার সকালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়। নিহত পেয়ারু বেগম সীতাকুন্ড পৌরসভার মৌলভীপাড়ার আবুল বশরের কন্যা।

জানা যায়, সীতাকুন্ড পৌরসভার মৌলভীপাড়ার আবুল বশরের মেয়ে পিয়ারু বেগমের সঙ্গে ৮ বছর আগে বিয়ে হয় স›দ্বীপ উপজেলার রহমতপুর এলাকার মোহাম্মদ মোস্তফার ছেলে ওমর শরীফের সাথে। তাদের সংসারে ছয় ও চার বছর বয়সী দুই কন্যা সন্তান আছে। দীর্ঘদিন ধরে তাদের সংসারে স্বামী-স্ত্রী মধ্যে মনোমালিন্য হচ্ছিল, এর প্রেক্ষিতে স্ত্রী পেয়ারী বেগম তার স্বামী ওমর শরীফকে কয়েকদিন আগে ডির্ভোস দেন। এরপর থেকে তারা আলাদা বসবাস করতে থাকেন। এদিকে স্বামী ওমর শরীফ আবার সংসার করবে বলে পিয়ারু বেগমকে বুঝাতে গেলে এতে কর্ণপাত করেনি স্ত্রী পিয়ারু। কিন্তু পিয়ারু বেগম তার সঙ্গে কোনো সম্পর্ক রাখবে না বলে জানিয়ে দিলে ক্ষিপ্ত হয়ে ওমর শরীফ স্ত্রীর পেটে ধারালো ছুরি দিয়ে আঘাত করে। এ ঘটনায় ঐদিন (রোববার) হত্যা চেষ্টার অভিযোগ এনে পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে সীতাকুন্ড মডেল থানায় একটি মামলা দায়ের করেন।

পিয়ারু বেগম মারা যাওয়ার বিষয়টি নিশ্চিত করেছেন মুরাদপুর ইউনিয়নের ৮নং ওয়ার্ডের সদস্য মোহাম্মদ ইকরাম হোসেন এবং চমেক হাসপাতালের পুলিশ ফাঁড়ির এসআই আলাউদ্দিন।

সীতাকুন্ড মডেল থানার এসআই টিবলু কুমার মজুমদার বলেন, এ ঘটনায় পিয়ারু বেগমের ভাই মফিজুর রহমান বাদী হয়ে একটি হত্যা চেষ্টা মামলা দায়ের করেন। এখন যেহেতু মারা গেছেন তাই মামলাটি হত্যা মামলা হিসেবে দায়ের হবে।

Share this post

scroll to top