১০ মার্চ দেশের ৮৭ উপজেলায় নির্বাচন

আগামী ১০ মার্চ রোববার দেশের ৮৭ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে। এটা হবে উপজেলা নির্বাচনের প্রথম ধাপ। এছাড়া দ্বিতীয় ধাপে ১৮ মার্চ, তৃতীয় ধাপে ২৪ মার্চ, চতুর্থ ধাপে ৩১ মার্চ এবং পঞ্চম ধাপে ভোটের সম্ভাব্য দিন ১৮ জুন নির্ধারণ করেছে নির্বাচন কমিশন (ইসি)।

রোববার (৩ ফেব্রুয়ারি) ইসির ৪৫তম সভায় এসব সিদ্ধান্ত নেয়া হয়েছে। সভা শেষে রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন ভবনে ইসি সচিব হেলালুদ্দীন আহমদ এসব তথ্য জানিয়েছেন।

ইসি সচিব জানান, পাঁচ ধাপে উপজেলা পরিষদের ভোট অনুষ্ঠিত হবে। প্রথম ধাপে চার বিভাগের ১২ জেলার ৮৭টি উপজেলায় ১০ মার্চ ভোটগ্রহণ হবে। উপজেলা নির্বাচনে প্রার্থী হতে হলে স্থানীয় সরকারের লাভজনক সব পদ থেকে পদত্যাগ করতে হবে।

ইসি সচিবের তথ্যানুযায়ী, উপজেলা পরিষদ নির্বাচনের প্রথম ধাপের মনোনয়নপত্র জমা ১১ ফেব্রুয়ারি, যাচাই ১২ ফেব্রুয়ারি এবং মনোনয়নপত্র প্রত্যাহারের দিন ১৯ ফেব্রুয়ারি। প্রথম ধাপের চার বিভাগের মধ্যে রংপুর বিভাগের পঞ্চগড়, কুড়িগ্রাম, নীলফামারী, লালমনিরহাট ও রংপুর জেলার সব উপজেলায় ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে।

ময়মনসিংহ বিভাগের মধ্যে নেত্রকোনার আটপাড়া উপজেলা ছাড়া সবগুলো উপজেলা ও জামালপুরের সব উপজেলায়, সিলেট বিভাগের সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর বাদ দিয়ে সব উপজেলায়, হবিগঞ্জ জেলার শায়েস্তাগঞ্জ বাদ দিয়ে সব উপজেলায় নির্বাচন হবে।

এছাড়া রাজশাহী বিভাগের সিরাজগঞ্জ জেলার কামারখন্দ উপজেলা বাদ দিয়ে সবগুলো উপজেলায়, জয়পুরহাটের সব উপজেলায়, নাটোরের নলডাঙ্গা বাদ দিয়ে সবগুলো উপজেলা এবং রাজশাহী জেলার সবগুলো উপজেলায় নির্বাচন অনুষ্ঠিত হবে।

Share this post

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

scroll to top