ময়মনসিংহে সুবিধা বঞ্চিত শিশু কল্যাণ ফাউন্ডেশনের আয়োজন বৃক্ষরোপণ কর্মসূচি

নিস্বার্থ সেবা করি সুবিধা বঞ্চিত শিশুদের সুন্দর ভবিষ্যৎ গড়ি এই স্লোগান কে নিয়ে কাজ করে যাচ্ছে ময়মনসিংহ এর স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় পড়ুয়া কিছু তরুন তরুনী।

প্রাকৃতিক ভারসাম্য রক্ষায় এবং সবুজ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে আমাদের সকলকে বৃক্ষ রোপন করতে হবে। পরিবেশ রক্ষার জন্য বৃক্ষরোপনের মধ্য দিয়ে স্বাস্থ্যকর ও পরিবেশবান্ধব পৃথিবী তৈরি করাই হোক আমাদের অঙ্গীকার।

“সবুজে আচ্ছাদিত হোক আমাদের বাংলাদেশ” এই শ্লোগানকে সামনে রেখে আজ ২৭-০৬-২১ জুন সুবিধা বঞ্চিত শিশু কল্যাণ ফাউন্ডেশন বাংলাদেশ আয়োজন করে বৃক্ষরোপণ কর্মসূচি।

কর্মসূচিতে বিভিন্ন জাতের বনজ ও ফলজ মোট ৫৮টি গাছ রোপণ করা হয়। উক্ত বৃক্ষ রোপন কর্ম সূচিতে উপস্থিত ছিলেন সুবিধা বঞ্চিত শিশু কল্যাণ ফাউন্ডেশন এর সম্মানিত সভাপতি কাউসার আহমেদ, সহ সভাপতি তরিকুল ইসলাম, সাংঘঠনিক সম্পাদক সোয়াইব আহমেদ সুমন, সহ অর্থ সম্পাদক আকরামুল ইসলাম, প্রাগ্রাম সম্পাদক, মোঃ তৌহিদ রানা ও ফাউন্ডেশন এর সকল সদস্য বৃন্দ।

Share this post

scroll to top