ঈশ্বরগঞ্জে বসতঘরে হামলা ভাংচুর : কোরবানীর গরুসহ মালামাল লুটপাট

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে পূর্বশত্রুতার জের ধরে এক বাড়িতে হামলা চালিয়েছে ভাংচুর ও লুটপাট করেছে প্রতিপক্ষের লোকজন। ওই সময় সামনের কোরবানীর ঈদে বিক্রির জন্যে প্রস্তুত করা দুই বড় ষাড় সহ ৪টি গরু ও ঘরে থাকা স্বর্ণালঙ্কার এবং নগদটাকা নিয়ে গেছে বলে থানা লিখিত অভিযোগ করেছে ভুক্তভোগী পরিবার।

জানা যায়, উপজেলার মাইজবাগ ইউনিয়নের মাইজবাগ পাঁচপাড়া গ্রামের মোরশেদ মিয়ার সাথে প্রতিবেশি রফিকুল ইসলাম, হাবিবুর রহমান, হাসেম উদ্দিন ও কাশেম উদ্দিনের জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। জমি সংক্রান্ত ওই ঘটনার জের ধরে গত ২৩জুন উভয় পক্ষে সংর্ঘষ হয় এবং উভয় পক্ষের লোকজন আহত হন। পরে তাদেরকে ওই দিন হাসপাতালে ভর্তি করা হয়। কিন্তু দু’দিনপর শুক্রবার সকালে বিবাদী হাবিবুর রহমানের ভাগ্নি কামরুন্নাহার চিকিৎসারত অবস্থায় মারাগেছেন বলে এলাকায় খবর আসে। এ খবরে বাদি পক্ষের লোকজন ভয়ে বাড়ি ঘর ছেরে চলে যায়। এই সুযোগে শুক্রবার বিকেলে বিবাদী পক্ষের লোকজন বাদি পক্ষের বাড়িতে হামলা ও ভাংচুর চালায়। ওই সময় বাড়ির অন্তত ৭টি ঘরে ভাংচুর করে, নিয়ে যায় স্বর্ণালঙ্কার, নগদ ৫লক্ষ বিশ হাজার টাকা ও গোয়ালে থাকা কোরবানীর জন্য প্রস্তুত ২টি বড় ষাড় সহ ৪টি গরু।

এ বিষয়ে মোরশেদ মিয়া জানান, খালিবাড়িতে হামলা চালিয়ে ভাংচুর করে লুটপাট করেছে হাবিবুরের লোকজন। মাছ বিক্রি করে ঘরে রাখা নগদ ৫লক্ষ বিশ হাজার টাকা ও গোয়ালে থাকা কোরবানীর জন্য প্রস্তুত ২টি বড় ষাড় সহ ৪টি গরু ও প্রায় ৮ভরি সমপরিমাণের স্বর্ণালঙ্কার নিয়ে গেছে।

এ বিষয়ে রফিকুল ইসলামের বাড়িতে গিয়ে তাকে পাওয়া যায়নি। তবে তার বাড়িতে থাকা নাম প্রকাশে অনেচ্ছুক কয়েকজন মহিলা জানান মোরশেদ আলীর বাড়িতে তারা নিজেরাই জিনিস পত্র এলোমেলো করে প্রতিপক্ষের লোকজনকে ফাঁসানোর চেষ্টা করছে।

ঈশ্বরগঞ্জ থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জানান, এ বিষয়ে থানায় একটি পক্ষ অভিযোগ দায়ের করেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Share this post

scroll to top