ময়মনসিংহের ত্রিশালে সড়ক দূর্ঘটনায় একজন মারা গেছেন ও আহত হয়েছেন ৩জন। তবে আহতদের মধ্যে একজনের অবস্থা শঙ্কটাপন্ন।
জানাযায়, রবিবার বিকাল ৪ টার দিকে ঢাকা ময়মনসিংহ মহাসড়কের চেলেরঘাট নাকম স্থানে ঢাকাগামী (ঢাকা মেট্রো-ট- ১৫-৪২১৬) ট্রাকের সাথে ভালুকাগামী লরি গাড়ীকে পেছন দিক হইতে ধাক্কা মারলে গাড়ী দুটি পাশের পুকুরে পরে যায়। লরির চালক সাইজুল (২৫), রাসেল (২২) ও রাজীব (২৫) গুরুতর আহত হয়। ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে ত্রিশাণ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক আহত সাইজুলকে মৃত ঘোষণা করেন। সাইজুল ত্রিশাল উপজেলার গোপালপুর গ্রামের আনিছুর রহমানের ছেলে। আহত রাসেল ও রাজীব ময়মনসিংহ জেলার মুক্তাগাছা উপজেলার হরিনাতলা গ্রামের মোবারক আলীর ছেলে বলে জানান ত্রিশাল থানার উপপরিদর্শক আলগীর হোসেন।
অপরদিকে রবিবার দুপুর ১টার সময় উপজেলার বীররামপুর ভাটিপাড়া নামক স্থানে (ঢাকা মেট্রো-ড-১২-২৪২৪) ট্রাকের সাথে বিপরীতে দিক থেকে আসা (ঢাকা মেট্রো ট- ২২-২৮২৯) ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষ হয়। আর এই সংঘর্ষে ট্রাক চালক দীন ইসলাম (৩৫) গুরুতর আহত হয়। আহতদেরকে ত্রিশাল ফায়ার সার্ভিস ও স্থানীয়র উদ্ধার করে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করা হয় বলে জানান ত্রিশাল থানার উপপরিদর্শক বাহার উদ্দিন।