কিশোরগঞ্জে ফার্মেসি মালিককে কুপিয়ে হত্যা, গ্রেপ্তার ২

পাওনা টাকা দেয়ার কথা বলে ডেকে নিয়ে কিশোরগঞ্জে এক ফার্মেসি মালিককে কুপিয়ে হত্যা করেছেন তারই সাবেক কর্মচারী এনামুল গং। এমন অভিযোগ করেছে নিহতের স্বজনরা।

গত শনিবার রাতে তিনি ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান। নিহতের স্ত্রী আছমা বেগম মামলা করেছেন। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে এনামুল ও সুমন মিয়া নামে দুইজনকে গ্রেপ্তার করা হয়েছে বলে জানান কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক।

নিহত ফার্মেসি মালিকের নাম জিয়াউর রহমান (৪৫) । তিনি হোসেনপুর উপজেলার রানাগাঁও গ্রামের আবদুর রশিদের ছেলে। তিনি শহরের গাইটাল এলাকায় সুমাইয়া মেডিকেল হল নামে একটি ফার্মেসির মালিক ছিলেন।

জানা গেছে, গত শুক্রবার রাত সাড়ে দশটার দিকে পাওনা টাকা দেওয়ার কথা বলে ফার্মেসি মালিক জিয়াউরকে কিশোরগঞ্জ সদর উপজেলার পাঁচধা এলাকার একটি নির্জন জায়গায় ডেকে নিয়ে যান অভিযুক্ত সুমন । সেখানে যাওয়া মাত্রই জিয়াউরকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে মারাত্মক জখম করা হয়। পরে স্থানীয়রা এসে রক্তাক্ত অবস্থায় উদ্ধার করে কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠায় তাকে। সেখানে তার অবস্থার অবনতি হলে রাতেই তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, অভিযুক্ত এনামুলের কাছে নিহত ফার্মেসি মালিক লক্ষাধিক টাকা পাওনা ছিল। এ নিয়ে তাদের মধ্যে প্রায়ই কথা কাটাকাটি হত। এক পর্যায়ে মালিক কর্মচারী এনামুলকে ফার্মেসি থেকে বরখাস্ত করেন। পরে স্থানীয় কলাপাড়া মোড়ের একটি ফার্মেসিতে চাকরি নেন এনামুল।

প্রত্যক্ষদর্শীরা আরও জানিয়েছেন, সাবেক মালিককে কুপিয়ে এনামুল আবার তার নতুন ফার্মেসিতে এসে নির্বিকার হয়ে বসে ছিলেন।

অন্যদিকে নিহত জিয়াউরের ছোট ভাই রাসেল মিয়া বলেন, জিয়াউর রহমান যতক্ষণ বেঁচে ছিলেন ততক্ষণই তিনি শুধু রাসেলের নাম বলছিলেন। তবে তিনি অন্য কাউকে চিনতে পারেননি।

Share this post

scroll to top