পাঁচ ম্যাচ সিরিজের শেষ ওয়ানডে’তেও জিতলো ভারত। ওয়েলিংটনে আজ নিউজিল্যান্ডকে ৩৫ রানে হারালো তারা। ফলে ৪-১ এ শেষ হলো ভারতের ওয়ানডে সিরিজ। কেবল মাত্র চতুর্থ ম্যাচটিতে হেরেছিল। এর আগে তৃতীয় ম্যাচ জিতেই সিরিজ নিজেদের করে নেয় টিম ইন্ডিয়া।
ওয়েলিংটনে টস জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। এদিন দলে তিনটি পরিবর্তন হয়। দীনেশ কার্তিকের পরিবর্তে দলে যোগ হন মহেন্দ্র সিং ধোনি। খলিল আহমেদের পরিবর্তে মোহাম্মদ শামি আর কুলদীপ যাদবের পরিবর্তে বিজয় শঙ্কর একাদশে চলে আসেন।
আজ শুরুটা ভালো হয়নি ভারতের। দুই ওপেনার রোহিত শর্মা (২), শিখর ধাওয়ানের(৬) পাশাপাশি ব্যর্থ হন শুভমান গিলও (৭)। ১ রানে ফিরে যান ধোনিও। এরপর ভারতের ইনিংসের হাল ধরেন আম্বাতি রায়াডু এবং বিজয় শঙ্কর। ৯৮ রানের জুটি গড়েন দু’জনে। ৪৫ রানে বিজয় আউট হলেও কেদার যাদব (৩৪) হার্দিক পাণ্ডেয়া (৪৫)এবং আম্বাতি রায়াডু (৯০) ভারতের রানকে আড়াই শ’র গণ্ডি টপকাতে সাহায্য করেন। ২৫২ রানে অল আউট হয়ে যায় টিম ইন্ডিয়া।
নিউজিল্যান্ডের হয়ে ম্যাচ হেনটি চারটি এবং ট্রেন্ট বোল্ট তিনটি উইকেট নেন।
২৫৩ রানের টার্গেট নিয়ে ব্যাট করতে নেমে নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে কিউইরা। জিমি নিশম দলের হয়ে সর্বোচ্চ ৪৪ রান করেন। কলিন মুনরো (২৪), কেন উইলিয়ামসন (৩৯), টম ল্যাথামরা (৩৭) চেষ্টা করলেও শেষ রক্ষা হয়নি। ৪৪.১ ওভারেই ২১৭ রানে শেষ হয় নিউজিল্যান্ডের ইনিংস। ৩৫ রানে জিতে ভারত।
সর্বোচ্চ তিনটি উইকেট নেন চাহল। আর দুটি করে হার্দিক ও শামি।