ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের করোনা ইউনিটে গত ২৪ ঘন্টায় ১০ জনের মৃত্যু হয়েছে।
করোনা পজিটিভ হয়ে মারা যাওয়া ব্যক্তিরা হচ্ছেন, ময়মনসিংহের ঈশ্বরগঞ্জের ফিরোজা আক্তার (৬৮) ও ধোবাউড়ার আইরিন আক্তার (১৪) ।
করোনার উপসর্গ নিয়ে সন্দেহভাজন মৃত ব্যক্তির হচ্ছেন টাঙ্গাইলের গোপালপুরের শাহাদাত হোসেন (৫২) , ময়মনসিংহের গৌরীপুর এর জামেলা খাতুন (৭০) , শেরপুরের নুরুল হক (৭৯) , টাঙ্গাইলের নজরুল ইসলাম (৭৫) , ময়মনসিংহের মুক্তাগাছার হাবিবুর রহমান (৮৫) , ময়মনসিংহ সদরের জমিলা খাতুন (৭৫), শাহীনা আক্তার (৩৮) ও শেরপুরের রনি (৫০) ।
দুইজন পজিটিভসহ ১০ জন মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে ময়মনসিংহ মেডিকেলের করোনা ইউনিটের ফোকাল পার্সন ডাক্তার মহিউদ্দিন খান জানান, করোনা ইউনিটে দুইজন পজিটিভ ও আটজন করোনার উপসর্গ নিয়ে মারা গেছে। এছাড়া বর্তমানে কোন ইউনিটে ১৮৮জন ভর্তি আছে। আইসিউতে চিকিৎসা নিচ্ছেন ১২ জন। গত ২৪ ঘন্টায় নতুন করে ৩১জন ভর্তি হয়েছেন ।
ময়মনসিংহের সিভিল সার্জন ডা: নজরুল ইসলাম জানান, গত ২৪ ঘন্টায় ৪৬৭টি নমুনা পরীক্ষায় ১২৯ জন করোনা পজিটিভ ধরা পড়েছে। জেলায় করোনা শনাক্ত রোগীর সংখ্যা ৭৪৬৬ জন। এর মধ্যে সুস্থ হয়েছেন ৬৭০০ জন।
তিনি আরো জানান চলতি বছরের দ্বিতীয় ধাপে করোনা সংক্রমনের কর সর্বোচ্চ ২৭ শতাংশ রোগী করোনা পজিটিভ ধরা পড়েছে।