জিনের ভয় দেখিয়ে ২ ছাত্রীকে ধর্ষণ: পলাতক ভণ্ডসাধু গ্রেফতার

রাজবাড়ীর পাংশা উপজেলায় জিনের ভয় দেখিয়ে পরিবারের লোকজনকে বড়লোক বানানোর আশ্বাস দিয়ে দুই ছাত্রীকে ধর্ষণকারী ভণ্ডসাধু সবুর প্রামাণিককে (৫৫) গ্রেফতার করেছে পুলিশ।

শনিবার রাত ১১টার দিকে উপজেলার কলিমোহর ইউনিয়নের প্রাণপুরের নিজ বাড়ি থেকে তাকে গ্রেফতার করা হয়।

অভিযুক্ত সবুর একই গ্রামের মৃত ভোলা প্রামাণিকের ছেলে।

বিষয়টি নিশ্চিত করেছেন পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান।

তিনি জানান, গত ১৫ জুন ভুক্তভোগী ৯ম শ্রেণির ছাত্রীর বাবা ও অপর ভুক্তভোগী ১০ম শ্রেণির ছাত্রীর বোন রাজবাড়ীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালে (সংশোধনী-২০০৩ এর) ৯ (১) ধারায় পৃথকভাবে দুটি মামলা করেন। আদালত রাজবাড়ীর পাংশা মডেল থানার ওসিকে নিয়মিত মামলা হিসেবে গ্রহণ করার জন্য নির্দেশ প্রদান করেন।

পরে শনিবার রাত ১১টার দিকে অভিযুক্ত সবুর প্রামাণিককে গ্রেফতার করা হয়।

পাংশা মডেল থানার ওসি মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, অভিযুক্ত সবুর প্রামাণিকের নিজ বাড়ি কলিমোহর ইউনিয়নের প্রাণপুর থেকে শনিবার রাত ১১টার দিকে গ্রেফতার করা হয়েছে।

তার বিরুদ্ধে দুটি মামলাও করা হয়েছে বলে জানান পুলিশের এ কর্মকর্তা।

উল্লেখ্য, গত ১ জুন দশম ও ১০ জুন দশম শ্রেণির দুই ছাত্রীকে জিনের ভয় দেখিয়ে পরিবারের লোকজনকে বড়লোক বানানোর আশ্বাস দিয়ে ধর্ষণ করে ভণ্ডসাধু সবুর প্রামাণিক।

Share this post

scroll to top